ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

বাগেরহাটে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সোহরাব হোসেন হত্যা মামলায় আদালত এক আসামিকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং অপর ২৯ আসামিকে পাঁচ বছর কারাদ-াদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত দ-প্রাপ্ত ৩১ আসামির সবাইকে অর্থদ-ের নির্দেশ দেন। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জাকারিয়া হোসেন ওই রায় ঘোষণা করেন। উপজেলার গাজিরহাট গ্রামের বাসিন্দা। জমি ও চিংড়ি ঘের বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে নৃশংস হত্যা করা হয়। আদালত আসামি আতহার আলী ওরফে পরান বাবুকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। এছাড়া যাবজ্জীবন দ-প্রাপ্ত আব্দুর রশিদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদ-ের নির্দেশ দেন। অপর ২৯ আসামিকে ১৪৭ ধারায় দুই বছর এবং ১৪৮ ধারায় তিন বছর করে কারাদ- দেন। একই সঙ্গে পৃথক দুটি ধারায় দ-প্রাপ্ত ওই ২৯ আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৫ মাস করে কারাদ-াদেশ প্রদান করেন। গৃহবধূ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৪ ফেব্রুয়ারি ॥ নালিতাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যার দায়ে আশরাফ আলী (৩২) নামে এক যুবকের মৃত্যুদ- ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে দণ্ডপ্রাপ্ত আশরাফ আলীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন। সাজাপ্রাপ্ত আশরাফ আলী উপজেলার মোয়াকুড়া গ্রামের কুব্বাদ আলীর ছেলে। উল্লেখ্য, ২০১১ সালের ৭ মে রাতে স্বামীর বাড়ির বসতঘরে দেড় বছরের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ হাজেরা খাতুন। স্বামীর অনুপস্থিতিতে ওই রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত হাজেরা খাতুনকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী আশরাফ আলী। কিন্তু ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের ফলে হাজেরার মৃত্যু হয়।
×