ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৭, ১২ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো  খবর

হত্যা করে নিহতের নামেই হত্যা মামলা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ॥ ইকবাল হোসেন নামে এক কর্মচারীকে হত্যা করে উল্টো তার নামেই সোহেল মিয়া নামে আরেক কর্মচারী হত্যার ঘটনায় ওই শ্রমিককে প্রধান আসামি করে মামলা দায়ের করাল আসামি পক্ষ। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বছরের নবেম্বর মাসে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার বিক্রমপুর স্টিল মিলের সামনে থেকে ঝুলন্ত অবস্থায় রাজধানীর কদমতলী এলাকার কথা এন্টারপ্রাইজ প্রেসের কর্মচারী ইকবাল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। লাশ উদ্ধারের পর ইকবালের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। প্রায় তিন মাস পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় রবিবার বিকেলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রুজু করা হয়। মামলার বাদী হন নিহত ইকবাল হোসেনের স্ত্রী পারভীন বেগম। অভিযোগ, ওই প্রেসের মালিক ও কয়েকজন কর্মচারী তাকে হত্যা করে উল্টো তার নামেই সোহেল মিয়া নামে আরেক কর্মচারী হত্যার ঘটনায় কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের স্ত্রী পারভীন আক্তারের দেয়া এজাহার থেকে জানা গেছে, টাঙ্গাইল জেলার নাগেরপুর থানার ঘুনিপাড়া এলাকার ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে রাজধানীর শনিআখড়ার কদমতলীর ইমরান মিয়ার মালিকানাধীন কথা এন্টারপ্রাইজ প্রেসে কর্মরত ছিলেন। . দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ ফেব্রুয়ারি ॥ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কামরুল ইসলাম (৩৩)। তিনি গোবিন্দশ্রী গ্রামের জৈনউদ্দিনের ছেলে। এছাড়া আহত যুবকের নাম মাসুম মিয়া। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাত্তার নামে একজনকে আটক করেছে। . গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ স্থাপনা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল মৌজায় কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকার শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ৩টি অবৈধ ড্রেজার, ৩০০ ফুট ড্রেজারের পাইপ, ১০টি বাঁশের তৈরি জেটি ও ১০টি বালু পাথরের গদি গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। এছাড়া ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় ও জব্দকৃত বালু ও পাথর নিলামে ১৫ হাজার টাকা বিক্রি করা হয়। . প্রেমের ফাঁদে ফেলে অপহরণ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ ফেব্রুয়ারি ॥ মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। রবিবার দুপুরে এদের জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের চানপট্রি এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং মুক্তিপণ আদায় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে এক যুবতীসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। . ছাত্রলীগ নেতার আত্মহত্যা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার বালুখালী ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ আলম চৌধুরী (২৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির বাথরুমে ঝুলন্ত অবস্থায় তার মৃত দেহ পাওয়া যায়। মাসখানেক আগে তার জেঠাত ভাই বালুখালী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বাহাদুর আলম চৌধুরী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর শোক না কাটতে রবিবার ওই পরিবারে পড়েছে আরও একটি শোকের মাতম। আত্মহত্যাকারী ছাত্রলীগ নেতা জাহেদুল আলম চৌধুরী বালুখালী দক্ষিণ পাড়ার যুবলীগ নেতা জাফর আলম ওরফে গুরা মিয়া চৌধুরীর পুত্র। নিহতের চাচা স্থানীয় মেম্বার নুরুল আবছার চৌধুরী জানান, জাহেদুল আলম সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যায়। বাজার থেকে ফিরে বাথরুম সারতে গেলে সময় ক্ষেপণ হওয়ায় পরিবারের লোকজন সেখানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।
×