ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় পানি ও জন-উদ্ভাবন সম্মেলন

প্রকাশিত: ০৮:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০১৮

কলাপাড়ায় পানি ও  জন-উদ্ভাবন  সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ ফেব্রুয়ারি ॥ আঞ্চলিক ও দেশীয় পর্যায়ে অপরিকল্পিত উন্নয়ন বাংলাদেশে প্রবহমান নদীগুলোকে মেরে ফেলেছে। একই সঙ্গে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্যাগুলোও তৈরি হচ্ছে নদী ও পানি কেন্দ্রীক। বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনের বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিবর্গ এমন পরিস্থিতিতে নদী ও পানি কেন্দ্রীক উন্নয়ন প্রণয়ন ও বাস্তবায়নের কথা বললেন। উপজেলার কুয়াকাটায় এ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত ‘পানি ও জন-উদ্ভাবন’ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এমন মতামত উঠে আসে। পানির ন্যায্য প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চীপ হুইপ আসম ফিরোজ এমপি। তিনি বলেন, উজানে ফারাক্কার মতো বাঁধের কারনে বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে। পানি ও নদীর নিজস্ব যে গতিধারা রয়েছে তা রক্ষা করতে পানির ব্যবহার নিয়ে কর্মসূচী হাতে নিতে হবে। পানি দূষণ রোধ করতে হবে। বর্ষায় পানি ধরে রাখতে হবে। শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা হোটেল বিচ হ্যাভেন মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
×