ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুক গেইমারদের জন্য একটি সুযোগ

প্রকাশিত: ০৭:১৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮

ফেসবুক গেইমারদের জন্য একটি সুযোগ

‘ইনস্ট্যান্ট গেইমস’ নামে একটি নতুন গেইমিং প্লাটফর্ম চালু করে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। এবার এই গেইম নির্মাতাদের ইন-এ্যাপ পারচেইজ আর ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। শুরুতে এই বিজ্ঞাপনগুলো পরীক্ষামূলকভাবে ব্ল্যাকস্টর্ম-এর এভারউইং, এফআরভিআরের বাস্কেটবল এফআরভিআরের মতো নির্দিষ্ট গেইম আর সেগুলোর ডেভেলপারদের জন্য আনা হবে, বলা হয়েছে মার্কিন সাইট ভার্জের প্রতিবেদনে। ফেসবুক বলেছে, নির্মাতারা ক্রমান্বয়ে গেইমগুলোর বিজ্ঞাপন পরিমাপক টুলগুলোতে এ্যাকসেস পাবেন। স্পষ্টত, এর মাধ্যমে নির্মাতদেরকে তাদের গেইমগুলো থেকে অর্থ আয়ের সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা আরও বেশি গেইম বানায়।
×