ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট হলে ব্রিটেন থেকে ব্যবসা গুটাতে পারে জাপান

প্রকাশিত: ০৬:২৮, ১০ ফেব্রুয়ারি ২০১৮

ব্রেক্সিট হলে ব্রিটেন  থেকে ব্যবসা গুটাতে পারে জাপান

জাপানী রাষ্ট্রদূত ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-কে সতর্ক করে দিয়ে বলেছেন যে, তার দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্রিটেন ত্যাগ করবে যদি কোন রকমভাবে নিষ্পন্ন ব্রেক্সিটের কারণে দেশটিতে তাদের ব্যবসা অলাভজনক হয়ে ওঠে। -খবর ইনডিপেনডেন্ট অনলাইনের। রাষ্ট্রদূত কোজি মুরুওকন ১০ ডাউনিং স্ট্র্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-এর সঙ্গে সাক্ষাতের পর বলেছেন ইইউ ত্যাগের ব্যাপারে বিশাল জাপানী গাড়ি কোম্পানি ব্যাংক ও প্রযুক্তি কোম্পানিগুলো নিয়ে ক্রমবর্ধমান হতাশায় ভুগছে জাপান। তিনি বলেন, যুক্তরাজ্যে অব্যাহত ব্যবসা লাভজনক না হলে কেবল জাপানিরাই নয় কোন বেসরকারী কোম্পানিই কার্যক্রম অব্যাহত রাখতে পারবে না। তাই এটা বেশ সহজ কথা যে, এ ধরনের সকল ঝুঁকির কথা আমাদের স্মরণ রাখতে হবে। জাপানী সরকার ফাঁস হয়ে যাওয়া চিঠিতে ইইউয়ের একক বাজার ও শুল্ক ইউনিয়নে ব্রিটেনের অবস্থান রাখতে এবং শ্রমিকদের অবাধ যাতায়াত বজায় রাখার জন্য মে-এর প্রতি আহ্বান জানানোর পর জাপানী রাষ্ট্রদূত এ সতর্কতা প্রকাশ করলেন। কিন্তু প্রধানমন্ত্রীা ইইউয়ের অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসতে এবং নাগরিকদের অবাধ চলাচলের অবসান ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।
×