ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গরম চা পানে ধূমপায়ীদের ক্যান্সারের ঝুঁকি

প্রকাশিত: ০৬:০৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮

গরম চা পানে ধূমপায়ীদের ক্যান্সারের ঝুঁকি

ঘুম থেকে উঠে, কাজের ফাঁকে কিংবা আড্ডায় সব জায়গাতেই চায়ের কদর রয়েছে। চা ছাড়া আমরা একদিনও ভাবতে পারি না। সাম্প্রতিক এক গবেষণা বলছে, অতিরিক্ত গরম চা খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। যদিও এটা সবার জন্য নয়। গবেষণা বলছে, যারা নিয়মিত ধূমপান এবং মদ্যপান করেন তারা যদি নিয়মিত গরম চাও পান করেন তাদের খাদ্যনালীর ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সম্প্রতি চীনের এ্যানালস ইন্টারনাল মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণাপত্রে এই তথ্য জানা যায়। গবেষকরা বলছেন, এ্যালকোহল ও নিকোটিন সেবন করার সঙ্গে সঙ্গে কেউ যদি গরম চা পান করেন তাহলে শরীরে বাসা বাঁধতে পারে মরণরোগের বীজ। গবেষণাপত্রটির প্র্রধান লেখক চীনের পিকিং ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ ইন চায়নার অধ্যাপক জুন লিভ বলেছেন, ধূমপান ও এ্যালকোহলের সঙ্গে অতিরিক্ত গরম চা পানে আমরা ক্যান্সারের ঝুঁকি খুঁজে পেয়েছি। গবেষকরা ৩০ থেকে ৭৯ বছর বয়সী চার লাখ ৫৬ হাজার মানুষের ওপর ১০ বছর ধরে এই গবেষণা চালান। গবেষণার পর তারা এই সিদ্ধান্ত নেন যে, খুব গরম চা পান করলে ধূমপায়ী ও মদ্যপায়ীদের ক্ষেত্রে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে যারা প্রচুর পরিমাণে নেশা করেন, তাদের ক্ষেত্রে সম্ভাবনা সব থেকে বেশি। তবে যাদের ধূমপান বা মদ্যপানের অভ্যাস নেই তাদের গরম চায়ে চুমুক দিতে কোন ভয় নেই।-ওয়েবসাইট অবলম্বনে।
×