ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

প্রকাশিত: ০৪:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে একই পরিবারের ৩ জনসহ ৫ জন, ফরিদপুরে ৬ জন, বাগেরহাটে ২ শ্রমিক, রংপুরে মাদ্রাসা সুপার, সাতক্ষীরায় বাসযাত্রী ও খুলনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার মাদ্রাসাপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। যাত্রী বলে হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহতরা হলেনÑ সিলেটের টুকেরবাজার এলাকার কটু মিয়ার ছেলে আব্দুস শহিদ (৭০), আব্দুস শহীদের স্ত্রী হাসনা ফুল বেগম (৬০), মেয়ে আয়শা বেগম (২৬), সিলেটের বিমানবন্দর থানার ছাতল গ্রামের আব্দুন নেছা (৫৫) এবং সিলেট সদর উপজেলার গোপাল গ্রামের রব্বানী মিয়ার ছেলে গাড়িচালক ছাব্বির মিয়া (২৫)। জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি সিলেট থেকে ও প্রাইভেটকার সুনামগঞ্জ থেকে আসছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ও পুলিশ সুপার বরকত উল্লাহ খান। নিহতদের স্বজনরা জানান, সিলেটের জালালাবাদ থানার পীরপুর গ্রাম থেকে সুনামগঞ্জের ভার্ড চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আসছিলেন। ঘটনাস্থলেই প্রাইভেটকারের সব আরোহী মারা যান। নিহতদের লাশ সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বোয়ালমারীতে নিহত হয়েছে এক এসএসসি পরিক্ষার্থী। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড় এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে এবং বোয়ালমারী উপজেলার ছোলনায় বুধবার বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে । জানা গেছে, প্রচ- কুয়াশার মধ্যে খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের একটি বাস ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড় এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে বিপরীতমুখী চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ওই ইজিবাইককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহতরা সকলে ইজিবাইকের যাত্রী। নিহতের মধ্যে দুই নারী ও ইজিবাইকের চালকও রয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায়। ইজিবাইকের ভেতরে থাকা চালকসহ তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। অপর দুই যাত্রীকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে এ পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ওই ইজিবাইকের চালক ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম পাঁচকুল এলাকার সেকেন শেখের ছেলে আবুল শেখ (৩৫), ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা মহল্লার শহীদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫), ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের সাত্তার শেখের ছেলে মিজানুর শেখ (৪০) ও একই ইউনিয়নের রশিবপুরা গ্রামের আমীর আলী মুন্শীর ছেলে শুকুর আলী মুন্শী (৩৫)। মৃতদেহগুলো পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া নিহত আনুমানিক ৪০ বছর বয়সী। অজ্ঞাত নারীর মৃতদেহ দাফন করার জন্য আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়েছে।এছাড়া বোয়ালমারী উপজেলার ছোলনায় সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়। বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম শহীদুল ইসলাম (১৫)। আহতরা হলেনÑ রাসেল ও নাঈম। বাগেরহাট শরণখোলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকবাহী ক্রেন ট্রাক উল্টে তুহিন মীর (৩৮) ও পলাশ হালদার (৩০) নামের দুই শ্রমিক নিহত ও ৮ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের লাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই দুই শ্রমিক মারা যান। জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে শরণখোলার পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে টেকসই বাঁধ নির্মাণে নিয়োজিত পিএইচডব্লিউই নামের চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত সিটি-০০৩ নম্বরের ক্রেন ট্রাকটি ১৫ শ্রমিক নিয়ে রায়েন্দা থেকে তাফালবাড়ি যাচ্ছিল। দুপুরদিকে বেপরোয়া গতিতে লাকুড়তরা বাজার সংলগ্ন ব্রিজের মোড় ঘোরার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। রংপুর ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে রংপুর হারাগাছ সড়কের সাহেবগঞ্জ এলাকার মহিষালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাওলানা জাহাঙ্গীর আলম (৪৩) কাউনিয়া উপজেলার শহীদবাগ বল্লভবিষু কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এবং একই উপজেলার মধুপুর ইউনিয়নের বাসিন্দা। সাতক্ষীরা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাসযাত্রী হলেন সদর উপজেলার কাথন্ডা গ্রামের আব্দুল মাজেদ। আহতরা হলেনÑ অরিন, রওশন আরা, মমতাজ, শরিফা খাতুন, সালেহা, প্রতিমাসহ মোট ১০ জন। খুলনা বালু বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোপাল ঘরামি (১৭) নামে এক কিশোর নিহত এবং এসএসসি পরীক্ষার্থীসহ দুই জন আহত হয়েছে। বুধবার সকালে তেরখাদা উপজেলার কালিবাড়ি স্কুলের কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোপাল ঘরামি সাচিয়াদহ গ্রামের মধ্যপাড়ার বলরাম ঘরামির ছেলে।
×