ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৮

কিশোরগঞ্জে যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ॥ জেলার তাড়াইল উপজেলার আল বদর কমান্ডার জহিরুল হকসহ জেলার সকল যুদ্ধাপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির উদ্যোগে জেলা শহরের আখড়াবাজারস্থ পরম চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তৃতা করেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আঃ হাই, সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট নিজাম উদ্দিন, মানববন্ধনে বক্তারা গুরুদয়াল সরকারী কলেজের সাবেক জিএস তাড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাষা সৈনিক এবি মহিউদ্দিন ও উত্তর সেকান্দরনগর গ্রামের মনোরঞ্জন বাবুর হত্যাকারী বর্তমান তদন্তনাধীন মামলার আসামিদের বিচারের দাবি জানান। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গণশুনানি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারি ॥ এই প্রথম জেলার গরিব, দুস্থ, অসহায় ও সাধারণ রোগীসহ সকল পেশার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সার্বিক উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও সঙ্কট নিরসনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় চত্বরে উন্মুক্ত মঞ্চে এই গণশুনানি মহতী ও সাহসী আয়োজন বলে সর্বশ্রেণীর মানুষের কাছে প্রশংসিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এবং গেস্ট অফ অনার ছিলেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রভাস চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহাজাহান নেওয়াজ প্রমুখ।
×