ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুত্র সন্তানের বাবা হলেন মুশফিক

প্রকাশিত: ০৬:৪০, ৬ ফেব্রুয়ারি ২০১৮

পুত্র সন্তানের বাবা হলেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ গত নবেম্বরে সহধর্মিণী জান্নাতুল কিফায়াত মন্ডিকে নিয়ে থাইল্যান্ড গিয়েছিলেন। তখনই জানা যায় বাবা হতে চলেছেন মুশফিকুর রহীম। অবশেষে সোমবার তার প্রথম সন্তান পৃথিবীর আলোয় এসেছে। রাজধানী ঢাকার এক হাসপাতালে তার স্ত্রী সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন। মুশফিকের বাবা মাহবুব হামিদ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তা নিশ্চিত করেন। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বিশ্রাম চেয়েছিলেন মুশফিক। সেটা হয়তো পেয়েও যেতেন। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হঠাৎ ইনজুরিতে ছুটি দেয়া হয়নি তাকে। এমন পরিস্থিতিতেও চট্টগ্রাম টেস্টে খেলতে হয়েছে মুশফিককে। এরপরও প্রথম ইনিংসে ৯২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। যদিও দ্বিতীয় ইনিংসে ২ রানেই সাজঘরে ফিরেছেন তিনি। তবে চরম চাপের মুখে পড়েও দলগতভাবে দারুণ খেলে ঠিকই ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরদিনই প্রথম সন্তানের বাবা হয়েছেন মুশফিক। রবিবার টেস্ট শেষ হতেই ঢাকায় ফিরে স্ত্রীর পাশে দাঁড়াতে পেরেছিলেন মুশফিক। উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়েছিল। এর বছর খানেক পর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
×