ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৯ মাসেও ফল প্রকাশ হয়নি

চবির চার শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলন

প্রকাশিত: ০৪:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

চবির চার শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলন

চবি সংবাদদাতা ॥ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে তালা দিয়ে ৪ শিক্ষককে ২ ঘণ্টা অবরুদ্ধ করেছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার বিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। অবরুদ্ধ শিক্ষকরা হলেন, বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী সৈয়দ মোহাম্মাদ আসমত, ড. ফরিদ আহসান, ড. আলী আজাদী ও ড. মোঃ মনজুরুল কিবরিয়া । পরে তিন দিনের ভেতর ফল প্রকাশ করার আশ্বাসে প্রক্টর মোঃ আলী আজগরের হস্তক্ষেপে শিক্ষকদের কক্ষের তালা খুলে দেয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৪-১৫ সেশন) পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের ২৮ মে। এরপর আট মাস পেরিয়ে গেলেও প্রকাশিত হয়নি ফল। এদিকে ২০১৫-১৬ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সকল ক্লাস শেষ হয়ে যায় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। ক্লাস সমাপ্তির চার মাস পেরিয়ে গেলেও ঘোষিত হয়নি পরীক্ষার তারিখ। কারণ পূর্বের পরীক্ষার ফল ঘোষিত হবার আগেই পরবর্তী ব্যাচের পরীক্ষা নেয়ার সুযোগ নেই। ফলে একটি ফলের অপেক্ষায় আটকে আছে দুটি ব্যাচের শতাধিক শিক্ষার্থী। অপরদিকে চতুর্থ বর্ষের ফল আটকে আছে ৯ মাস ধরে । শিক্ষার্থীদের অভিযোগ, একটি ঠুনকো অজুহাতে আটকে আছে দ্বিতীয় বর্ষের ফল।
×