ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগ্রাসনই ইংলিশদের বিপদ ডেকে আনবে

প্রকাশিত: ০৬:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৮

আগ্রাসনই ইংলিশদের বিপদ ডেকে আনবে

স্পোর্টস রিপোর্টার ॥ ৪-০তে টেস্ট সিরিজে জিতে ঐতিহ্যের এ্যাশেজ ট্রফি পুনরুদ্ধার করলেও ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে পাঁচ ওয়ানডের সিরিজে ৪-১এ হেরে গেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মূলত ইয়ন মরগানের নেতৃত্বে আগ্রাসী ক্রিকেট খেলেই প্রবল প্রতিপক্ষকে ধরাশায়ী করেছে ইয়ন মরগানের দল। মজার বিষয়, এই আগ্রাসনই একদিন ইংলিশদের ডোবাবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। ‘ইংল্যান্ড এখন আলাদা ঘরানার ক্রিকেট খেলছে, যেখানে তারা পুরো সময়টায় আগ্রাসী থাকে। এটা কিন্তু কখনও কখনও ঝুঁকিপূর্ণও হতে পারে। বিশেষ করে বড় কোন টুর্নামেন্টে। আপনি হয়তো এভাবে খেলে সেমি কিংবা আরেকটু বেশি যেতে পারেন, কিন্তু এমন দিন আসবে যখন ১৫০ রানেই গুটিয়ে যাবেন।’ মেলবোর্নে ২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ ও নারীদের বিশ্বকাপ টি২০’র ফিক্সার প্রকাশের অনুষ্ঠানে এসে একথা বলেন স্মিথ। দাপটের সঙ্গে এ্যাশেজ জিতলেও ওয়ানডতে ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের কাছে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া। স্মিথ কি তবে একটু ঈর্ষাকাতর হয়ে এমন কথা বলছেন? অসি অধিনায়কের কথা শুনলে কিন্তু এমনটা মনে হতেই পারে। ঘরের মাঠে এত বড় ব্যবধানে হারের পর প্রতিপক্ষের প্রশংসাই তো করার কথা। দায় নেয়ার কথা নিজেদের কাঁধে। স্মিথ অবশ্য নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। তবে ইংল্যান্ডও এমন ক্রিকেট খেলে সব জায়গায় পার পেয়ে যাবে, মানতে নারাজ তিনি। বরং বিশ্বকাপ বা বড় কোন টুর্নামেন্টে এমন ক্রিকেট খেললে ইংল্যান্ড বিপদে পড়বে বলে উল্টো মরগানদের সতর্ক করে দিয়েছেন তিনি। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতেই বসবে বিশ্বকাপের পরবর্তী আসর। এ বছরই ইংল্যান্ডে ফিরতি ওয়ানডে সিরিজ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে হারের বদলা নেয়ার সুযোগ তারা পাবে। স্মিথ স্বীকার করেন, ওয়ানডেতে তার দল গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভাল করতে পারছেন না। তবে ছন্দে ফিরতে খুব সময় লাগবে না বলেও আশাবাদী তিনি। রঙিন পোশাকে মরগানের নেতৃত্বে ইংল্যান্ড এখন এতটা আগ্রাসী ক্রিকেট খেলছে যে তাতে বিপদটা তাদেরই হবে; এমন ভবিষ্যদ্বাণী স্মিথের। গত বিশ্বকাপে এমনি আগ্রাসী ক্রিকেট খেলে প্রথমবারের মতো যেমন ফাইনালে উঠে গিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের তোপে মেলবোর্নের ৯৩ হাজার দর্শকের সামনে স্নায়ুটা আর ধরে রাখতে পারেনি তারা। ফাইনালে কিউইদের লজ্জাজনকভাবে হারিয়ে অস্ট্রেলিয়াই জিতেছে ট্রফি। সবসময় আগ্রাসন দেখাতে গেলে ইংল্যান্ডেরও তেমন দশা হতে পারে, স্মিথের ঈর্ষাকাতর ভবিষ্যদ্বাণী। এখন ত্রিদেশীয় টি২০ সিরিজে অসিদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শনিবার সিডনিতে স্মিথদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২১ ফেব্রুয়ারি অকল্যান্ডে হবে ত্রিদেশীয় ফাইনাল ম্যাচ।
×