ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদান সেবা আধুনিকায়নে ৩০ কোটি ডলার সহায়তা

প্রকাশিত: ০৭:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৮

 সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদান সেবা আধুনিকায়নে ৩০ কোটি ডলার সহায়তা

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের ভাতা প্রদান প্রক্রিয়া আধুনিক করতে ৩০ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক বহুজাতিক এই উন্নয়ন সংস্থার ওয়েবসাইটে বৃহস্পতিবার এই ঋণ অনুমোদনের কথা জানানো হয়। বাংলাদেশী মুদ্রায় এ সহায়তার পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। এর মাধ্যমে অর্থ হস্তান্তর প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে এবং দেশের ৫০ লাখ দুস্থ ও দরিদ্র মানুষ সুফল পাবে বলে আশা করছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রকল্পের আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ অর্থ সহায়তা কর্যক্রমকে আধুনিকায়ন করা হবে। প্রকল্পের আওতায় প্রচলিত পেপার বেসড ম্যানুয়াল (হাতে লেখা ও কাগজ নির্ভর) হিসাব পদ্ধতির পরিবর্তে ডিজিটাইজড ও ও ইলেক্ট্রনিক হিসাব ব্যবস্থা চালু করা হবে। ফলে গ্রাহক পর্যায়ে অর্থ হস্তান্তর প্রক্রিয়া আরও সহজ ও কার্যকরী হবে। এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, বাংলাদেশ অতিদরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে, এটা খুব ভাল অর্জন।
×