ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিষখালীতে কার্গোডুবি

নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:১৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

নিখোঁজ ২ শ্রমিকের  মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১ ফেব্রুয়ারি ॥ কাঁঠালিয়ার বিষখালী নদীতে ডুবে যাওয়া কার্গো শ্রমিকের মরদেহ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর (খুলনা নৌ অঞ্চলের) লে. কমান্ডার মোখলেছুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল এ অভিযান পরিচালনা করে। তবে কার্গোটি উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে সকাল থেকে নিখোঁজ শ্রমিক পান্নু মিয়া ও হাসানের স্বজনসহ স্থানীয়রা নদী তীরে অপেক্ষা করছিল। মঙ্গলবার ভোর ৫টায় বিষখালী নদীর কাঁঠালিয়া উপজেলার মশাবুনিয়া লঞ্চঘাট এলাকায় ১৬৬০ বস্তা সিমেন্ট বোঝাই নোঙ্গর করা একটি কার্গোকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পূবালী-১ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কার্গোতে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয়েছিলেন সুকানি পান্নু মিয়া (২৮), ও বাবুর্চি হাসান (২৫)।
×