ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিপা ভাইরাস রোধে কর্মশালা

প্রকাশিত: ০৬:২২, ৩১ জানুয়ারি ২০১৮

নিপা ভাইরাস রোধে কর্মশালা

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে নিপা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্ল্যানের আওতায় এ কর্মশালা পাবনা সিভিল সার্জন কার্যালয় আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে আসমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ইলিয়াস হোসেন। পাবনায় পুষ্পমেলা শুরু নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ জানুয়ারি ॥ নানা রঙের বর্ণিল ফুলের সমারোহে শুরু হয়েছে পুষ্পমেলা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও নার্সাার মালিক সমিতির যৌথ আয়োজনে মেলায় প্রায় পঞ্চাশটির মতো স্টল বসেছে। মঙ্গলবার শহরের খামারবাড়ি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস, কৃষি সম্প্রসারণ অধিদফতর উপপরিচালক বিভূতিভূষণ সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারের ক্রমবর্ধমান চাহিদায় ফুলচাষ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পুষ্পমেলা শৌখিন ও বাণিজ্যিক ফুল চাষীদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফুলের সঙ্গে পরিচিত করবে।
×