ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনও কারো জন্য বসে থাকবে না ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৭:৫৫, ৩০ জানুয়ারি ২০১৮

আগামী নির্বাচনও কারো জন্য বসে থাকবে না ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কাছে খালেদা জিয়া মুখ্য নাকি দল মুখ্য, এটি বিএনপিকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আশা করব, বিএনপি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন যেমন কারো জন্য বসে থাকেনি, আগামী নির্বাচনও কারো জন্য বসে থাকবে না। সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, যারা আন্দোলনের ডাক দিয়ে এসি রুমে বসে হিন্দী সিনেমা দেখে তাদের ডাকে কোন কর্মী মাঠে আসবে না। বিএনপির নেতাদের এসব তর্জন-গর্জন বর্ষাকালের ব্যাঙের ডাকের মতো। বিএনপির জন্য এখন রাজনীতিতে বর্ষাকাল। তিনি বলেন, বিএনপির নেতারা মাঠ গরম করছেন। টেলিভিশনের পর্দা গরম করছেন। টকশোর পর্দা ফাটিয়ে দিচ্ছেন। আদালতকে হুমকি দিচ্ছেন। বেগম জিয়ার শাস্তি হবে কিনা সেটা আদালত জানে। কিন্তু বিএনপি হুমকি দিচ্ছে শাস্তি হলে দেশে আগুন জ্বলবে! বিএনপি নেতাদের এসব বক্তব্যের জন্য আদালত ব্যবস্থা নেবে এমন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী-এমপিদের আদালতের কাছে ক্ষমা চাইতে হয়েছে। কেউ জেলও খেটেছে। কিন্তু বেগম জিয়া আদালতকে হেনস্থা করেছেন। দেশে থেকেও বারবার সময় নিয়েছেন। দেশে থেকে এভাবে বারবার আদালতের কাছে সময় নেয়ার এমন রেকর্ড আর নেই। হাছান মাহমুদ বলেন, বিএনপির মন্ত্রীদের কাছে অনুরোধ করেও হেলিকপ্টার পাওয়া যায়নি। হেলিকপ্টার পাওয়া গেলে শাহ এএমএস কিবরিয়ার জীবন রক্ষা পেত। কিবরিয়ার মতো এত বড় অর্থনীতিবিদকে বিএনপি-জামায়াত সরকারের নীলনক্সায় হত্যা করা হয়েছিল। আর এ হত্যাকা-ের সঙ্গে বিএনপি নেতারা জড়িত ছিল। দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী কবরি সারওয়ার বলেন, দুঃসময়ে-দুর্দিনে যখন বঙ্গবন্ধুর কথা ও আওয়ামী লীগের কথা বলা যেত না, সেই সময় আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠন করেছিলাম। সংগঠনটি এখন ৪০ বছর পার করছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনার সৈনিক। তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রতি অনুরোধ করব সকল ভেদাভেদ ভুলে গিয়ে মন্ত্রী-এমপি, নেতাকর্মীদের সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা দূর করে সবার বুকে বুক মিলিয়ে শেখ হাসিনার জন্য কাজ করবেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক ফারুক বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কোনভাবেই দু’ভাগে বিভক্ত নয়। এখন থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মুখপাত্র অরুণ সরকার রানা, সংগঠনের সহসভাপতি চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বিটু, শাহ আলম, হাবিব উল্লাহ রিপন, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমন্বয়কারী শফিকুল বাহার মজুমদার টিপু, নগর আওয়ামী লীগ নেতা মিনহাজউদ্দিন মিন্টু ও রোকনউদ্দিন পাঠান।
×