ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যিশুকে চেনে না গুগল হোম!

প্রকাশিত: ০৫:২৪, ৩০ জানুয়ারি ২০১৮

যিশুকে চেনে না গুগল হোম!

যিশুখ্রিস্টকে নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না গুগল হোম। এ নিয়ে শুরু হওয়া বিতর্কের মুখে অবশেষে ডিভাইসটি থেকে সব ধরনের ধর্মীয় প্রশ্নের উত্তর দেয়া বন্ধ করে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান মার্কিন ওয়েব জায়ান্টটি। গুগলের এই স্পিকারটিকে কেউ যদি জিজ্ঞাসা করেন ‘যীশু কে?, তখন গুগল হোম’কে জবাব দিতে দেখা যায়- ‘আপনাকে এক্ষেত্রে কীভাবে সহায়তা করতে পারি তা নিয়ে আমি নিশ্চিত না।’ এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়, তারা ডিভাইসটিতে ধর্মীয় সব বড় চরিত্রগুলো নিয়ে জবাব দেয়ার ফিচার বন্ধ করে দেবে। শুক্রবার গুগলের সার্চ বিভাগের উপদেষ্টা ড্যানি সালিভান এক টুইটে বলেন, ‘যীশু কে? বা ‘যীশুখ্রিস্ট কে’ এমন প্রশ্নের জবাব গুগল এ্যাসিস্ট্যান্ট’র না দেয়ার পেছনে কোন অসম্মানের বিষয় নেই, বরং সম্মান নিশ্চিত করতেই এটি করা হয়েছে। এ্যাসিস্ট্যান্ট’র বলা কিছু জবাব ওয়েব থেকে আসে আর নির্দিষ্ট কিছু বিষয়ে এই কনটেন্ট ক্ষতিকর বা স্প্যাম জাতীয় কিছুর কাছে অনেক লঙ্ঘনযোগ্য হয়ে উঠতে পারে। গুগল হোম গৌতম বুদ্ধ, হজরত মুহাম্মদ (স.) আর শয়তান সম্পর্কে বলতে পারে কিন্তু যীশুকে নিয়ে কোন ধরনের তথ্য দিতে পারে না। এই সমস্যা সমাধানের আগ পর্যন্ত ডিভাইসটি সব ধরনের ধর্মীয় চরিত্র নিয়ে করা প্রশ্নের জবাব দেয়া বন্ধ রাখবে বলে উল্লেখ করা হয়েছে। -ফরচুন ও আইএএনএস
×