ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ॥ গুলিতে দুর্বৃত্ত আহত

প্রকাশিত: ০৪:২৩, ৩০ জানুয়ারি ২০১৮

পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ॥ গুলিতে দুর্বৃত্ত আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ছিলিমপুর মালগ্রাম এলাকায় রবিবার রাত আড়াইটার দিকে পুলিশের গুলিতে ডাকাতির উদ্দেশে সমবেত হওয়া এক দুর্বৃত্ত আহত হয়েছে। এর আগে দুর্বৃত্তরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। আহতের নাম মোখলেস প্রধান। তার বাড়ি গোবিন্দগঞ্জের পানিয়া গ্রামে। পুলিশ ওই স্থান থেকে কয়েকটি দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে। পুলিশ জানায়, মালগ্রাম এলাকায় নতুন কবরস্থানের কাছে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর গোপন সূত্রে পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের জরুরী টহল দল সেই এলাকায় যাওয়ার সঙ্গেই দুর্বৃত্তরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৩ রাবি সংবাদদাতা ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার বিকেলে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তাদের পুলিশে সোপর্দ করে। রবিবার রাতে এবং সোমবার দুপুরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে দুই দফায় মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়। আটকৃতরা হলেন, রাবি ছাত্রলীগের কর্মী সাকিব আহমেদ, শহীদ হাসান, ফয়সাল আহমেদ, শাহাদাৎ ও নিতাই। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক থাকলেও সম্প্রতি তাদের অনুসারী নেতাকর্মীদের মধ্যে নানা ইস্যুতে মতপার্থক্য দেখা দেয়। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘাটে ।
×