ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মিতালী প্রকাশনীর যাত্রা শুরু॥ পাঁচ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:২৮, ২৯ জানুয়ারি ২০১৮

মিতালী প্রকাশনীর যাত্রা শুরু॥ পাঁচ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশনা জগতে যাত্রা শুরু করল মিতালী প্রকাশনী। বৃহস্পতিবার রাজধানীর পাবলিক লাইব্রেরির ভিআইপি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে মিতালী প্রকাশনীর সূচনা করা হয়। মোঃ তৈমুর মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ভোরের ডাক সম্পাদক ও প্রকাশক বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা হাজী মোঃ নূরুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগের সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান আইভি ও অধ্যাপক ডাঃ হাসিনা বানুসহ অনেকে। বক্তারা মিতালী প্রকাশনীকে স্বাগত জানান ও সংশ্লিষ্ট লেখকদের উৎসাহ দেন। মিতালী প্রকাশনীর প্রকাশক আফরোজা আসাদ কনা এবং তাহেরা মোন্নাফের উপস্থিতিতে অনুষ্ঠানে যে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় সেগুলো হলোÑ নাসরীন জামানের ‘বেদনার নীল আঁচল’, হামিদ সরকারের ‘শেষ বিকেলে’, সালমা আজাদের ‘পূর্বের সূর্য’, তাহেরা মোন্নাফের ‘তৃষিত নয়ন’ ও মোঃ আশতাব হোসেনের ‘সভ্যতার আর্তনাদ’। বইগুলো আগামী একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে।
×