ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি ভিসির সঙ্গে জাপানের দুই অধ্যাপকের সাক্ষাত

প্রকাশিত: ০৬:০৮, ২৮ জানুয়ারি ২০১৮

ঢাবি ভিসির সঙ্গে জাপানের দুই অধ্যাপকের সাক্ষাত

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ জাপানের কুমোমটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিরোতাকা ইহারা ও অধ্যাপক ড. মাকোতো তাকাফুজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন। শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিসি কার্যালয়ে জাপানের অধ্যাপকরা সাক্ষাত করেন। সাক্ষাতকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এবং জাপানের কুমোমটো বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি ও জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়। জাপানের কুমোমটো বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হিরোতাকা ইহারা আগামী এপ্রিল মাসে তাঁর বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানান। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এই আমন্ত্রণ গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা ও এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি সহযোগিতা প্রদানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশের জন্য অধ্যাপক ড. হিরোতাকা ইহারা এবং অধ্যাপক ড. মাকোতো তাকাফুজিকে ধন্যবাদ জানান তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ড. পাপিয়া হক, ড. আবুল খায়ের মল্লিক, ড. মোঃ শাহারুজ্জামান এবং মোঃ মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
×