ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ ভারত সম্পর্কে সোনালি অধ্যায় তৈরি হয়েছে’

প্রকাশিত: ০৭:৪৭, ২৭ জানুয়ারি ২০১৮

‘বাংলাদেশ ভারত সম্পর্কে সোনালি অধ্যায় তৈরি হয়েছে’

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমুখী সম্পর্কের বিস্তৃতি ঘটেছে। দুই দেশের মধ্যে সম্পর্কের সোনালি অধ্যায় তৈরি হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক সেটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এমন অভিমত প্রকাশ করেছেন। ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বক্তব্য রাখেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধন চিরন্তন। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা উদাহরণ হয়ে থাকবে। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমুখী সম্পর্কের বিস্তৃতি ঘটছে। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, বিনিয়োগ, কানেকটিভিটি, বিদ্যুত, জ্বালানি সহযোগিতা ইত্যাদি বাড়ছে। মানুষে মানুষে যোগাযোগ বাড়ছে। আগামীতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিক, রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন নানা কর্মসূচী পালন করে। এর মধ্যে শুক্রবার সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন, ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করে শোনান ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সকালের অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা। এছাড়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×