ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিশন ২০১৯ ঘোষণার কাজ শুরু করেছেন রাহুল গান্ধী

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ জানুয়ারি ২০১৮

মিশন ২০১৯ ঘোষণার কাজ শুরু করেছেন রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী আগামী নির্বাচন ও আসন্ন কর্নাটক রাজ্যের নির্বাচনকে সামনে রেখে তার ‘মিশন ২০১৯’ প্রকাশ করতে যাচ্ছেন। দশ ফেব্রুয়ারি রাহুল শুধু কর্নাটক রাজ্যের নির্বাচনী প্রচারাভিযানের শুরুই করবেন না বরং তিনি তার দলের কর্মসূচী ঘোষণা করবেন।- খবর ইন্ডিয়া টুডে রাহুল ও দলের অন্যান্যরা এখন সম্ভাব্য লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। যাতে পৌর ভোটার, কাঠামো, যোগাযোগ বিভাগে দল ও স্থানীয় সমস্যাকে তুলে ধরে প্রচারাভিযান চালাতে পারে। শুধু রাহুলই নয় বরং দলে শীর্ষস্থানীয় নেতারাও এই কাজটি বিশেষ গুরুত্ব সহকারে করে যাচ্ছেন। গুজরাটের রাজ্য কংগ্রেস কমিটির সভাপতি ভারাতসিন মধ্যভিসিন সোলাঙ্কি বলেন, আমরা রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখছি ২০১৯সালের নির্বাচনের ব্যাপারগুলো নিয়ে। এ ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত করছি প্রার্থীদের তালিকা নিয়ে। যাতে নির্বাচনকে প্রাধান্য দেয়া হচ্ছে। পাঞ্জাব মুখ্যমন্ত্রী ও কংগ্রেস প্রেসিডেন্ট অমরিন্দও সিংও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। তবে তিনি দলের কৌশল সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেন, রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। যাতে মিশন ২০১৯ ছিল। আমি বিস্তারিত বলতে পারব না। তবে কাজ শুরু হয়েছে। যাতে রাজ্য পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ করা হচ্ছে।
×