ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দ্বৈত কণ্ঠে শুভমিতা ও জাহিদ খান

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ জানুয়ারি ২০১৮

দ্বৈত কণ্ঠে শুভমিতা ও জাহিদ খান

স্টাফ রিপোর্টার ॥ জাহিদ খান ২০১৬ সালে আরেফিন রুমীর কথা, সুর ও সঙ্গীতে গান গেয়ে গানের ভুবনে আত্মপ্রকাশ করেন। তাকে সবাই মূলত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবেই চেনেন। তবে এর বাইরে একজন সৌখিন সঙ্গীতশিল্পী হিসেবেও তার পরিচিতি রয়েছে। শুরুটা অল্পদিনের হলেও মাত্র দেড় বছরের ব্যবধানেই নিজের শিল্পী সত্তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন জাহিদ খান। এবার নতুন বছরের শুরুতেই দেশের গ-ি পেরিয়ে কলকাতার একটি মিউজিক ভিডিও’র গানে কণ্ঠ দিলেন তিনি। দ্বৈত এই গানটিতে জাহিদ খানের সহশিল্পী কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভমিতা। বাংলাদেশের গীতিকার সুদীপ কুমার দীপের লেখা ‘ছোট ছোট ভুল’ শিরোনামের এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতারই আরেকজন খ্যাতিমান সঙ্গীত পরিচালক প্রীতম ব্যানার্জী। গানের কথাগুলো এমন- ‘ছোট ছোট ভুল, রোজ হয় ফুল, মিষ্টি করে তুমি যখন হাসো। গানটি প্রসঙ্গে জাহিদ খান বলেন, গান গাওয়া আমার পেশা নয়, নেশা। কিন্তু সেই নেশাই পরিপূর্ণতা পায় যখন দেখি আমার গানের সহশিল্পী শুভমিতা। এটি অবশ্যই আমার জন্য অসাধারণ একটি অনুভূতি। আর প্রীতম ব্যানার্জী যে আমার গায়কীতে আস্থা রেখেছেন সেজন্য তার নিকট আমি কৃতজ্ঞ। শুভমিতা বলেন, জাহিদ খানের গাওয়া গান শুনেছি। তার গায়কীতে ভিন্নতা আছে। দুই দেশের দুজন শিল্পীর কণ্ঠে দ্বৈত এই গানে নিঃসন্দেহে শ্রোতারা বৈচিত্র্য খুঁজে পাবেন। প্রীতম ব্যানার্জী বলেন, শুভমিতা অনেক জনপ্রিয় একজন শিল্পী। কিন্তু শুভমিতার সঙ্গে নিজের গায়কীকে উপস্থাপনের যে সাহস জাহিদ খান দেখিয়েছেন সেটিকে আমি সাধুবাদ জানাই। সম্প্রতি প্রীতম ব্যানার্জীর কলকাতার স্টুডিওতে ‘ছোট ছোট ভুল’ গানটিতে শুভমিতা ও জাহিদ খান কণ্ঠ দেন। শীঘ্রই গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে বলে জাহিদ খান জানিয়েছেন। আর এরপরই গানটির ভিডিও নির্মাণ করা হবে। ভিডিও নির্মাণ করবেন বাংলাদেশের নির্মাতা চন্দন রায় চৌধুরী।
×