ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোহানেসবার্গ টেস্ট

কোহলি-পুজারার ফিফটির পরই বিধ্বস্ত ভারত

প্রকাশিত: ০৬:২৫, ২৫ জানুয়ারি ২০১৮

কোহলি-পুজারার ফিফটির পরই বিধ্বস্ত ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই হারে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে ভারত। জোহানেসবার্গে ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর শেষ টেস্টের শুরুতেই চরম অস্বস্তিতে সফরকারীরা। ১৩ রানে ২ উইটের পতনের পর হাল ধরেছিলেন বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক আউট হয়ে গেছেন ৫৪ রান করে। চেতেশ্বর পুজারা ঠিক ৫০। আগের দুই টেস্টে যাকে একাদশে না রাখায় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিল ভারতীয় ম্যানেজমেন্ট সেই অজিঙ্কা রাহানে ফিরেছেন মাত্র ৯ রান করে। বুধবার প্রথমদিনের তৃতীয় সেশনে এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ মাত্র ১৬৩। প্রোটিয়া পেসারদের মোকাবিলায় ভারত যে কতটা হিমশিম খাচ্ছে একটি তথ্যেই সেটি পরিষ্কার। সাদা পোশাকে দলের অন্যতম সফল ব্যাটসম্যান পুজারা এদিন ৫৪তম বলে গিয়ে রানের খাতা খুলেছিলেন। ২০১৩ সালে স্টুয়ার্ট ব্রডের পর (৬১ বলে, অকল্যান্ডে, নিউজিল্যান্ডের বিপক্ষে) যা বেশি বল মোকাবেলায় রানের দেখা পাওয়ার নতুন নজির। ব্যক্তিগত ৫৪ রানে আউট হওয়ার আগে কোহলির মতো ব্যাটসম্যানও খেলেছেন ১০৬ বল। ৯টি চার মেরেছেন অধিনায়ক। মধ্যাহ্ন বিরতির আগে প্রথম সেশন শেষে ২৭ ওভারে ভারতের রান ছিল ৪৫/২। শুরুতেই পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ১০ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় টিম-ইন্ডিয়া। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন লোকেশ রাহুল (০)। মুরলি বিজয়ের (৮) উইকেট তুলে নিয়ে ভারতীয় শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন কাগিসো রাবাদা। বিপদে কিছুটা ভরসা দেখিয়েছেন কোহলি এবং পুজারা জুটি। তাতেই দ্বিতীয় সেশনে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারত। চা-বিরতি পর্যন্ত রান ওঠে ১১৪/৪ (৫৩ ওভার)। এই সেশনে দুটি উইকেট হারায় সফরকারীরা। ৫৪ রানে লুঙ্গির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। আর ৯ রানে মরনে মরকেলের বলে এলবিডব্লিউ রাহানে। রোহিত শর্মার পরিবর্তে সফরে প্রথমবারের মতো দলে সুযোগ পান তিনি। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় এই ম্যাচে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমারও। পরপর দুটি টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বিভিন্ন মহল থেকে রাহানেকে ফেরানোর জন্য চাপ আসতে থাকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের ওপর। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন গ্রায়েম স্মিথ-বিরেন্দর শেবাগের মতো সাবেকরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দেন সমর্থকরাও। ক্রমাগত চাপ এবং হোয়াইটওয়াশের আতঙ্কে ভোগা টিম-ইন্ডিয়া তাই রাহানেকে খেলানোর সিদ্ধান্ত নেয়। সেই তিনিও হতাশ করেছেন। মরকেলের শিকারে পরিণত হওয়ার আগে ২৭ বল মোকাবেলা করা টেস্ট সহ-অধিনায়ক মেরেছেন একটি চার। মোট কথা সেই প্রোটিয়া পেস আক্রমণেই দিশেহারা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
×