ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ভবন সঙ্কটে শিক্ষা ব্যাহত

প্রকাশিত: ০৪:০৭, ২৪ জানুয়ারি ২০১৮

গলাচিপায় ভবন সঙ্কটে শিক্ষা ব্যাহত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ দুটি ভবনের একটি পরিত্যক্ত। অপরটিতে মাত্র পাঁচটি শ্রেণীকক্ষ। অথচ শিক্ষার্থী সংখ্যা নয় শ’য়েরও বেশি। ফলে খোলামাঠ এবং বারান্দায় শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। মাঝে মধ্যে শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা ক্লাসের জন্য দাঁড়িয়েও থাকতে হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদফতর ২০১৬ সালে চার কক্ষের একটি একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু করে। ৮ মাসের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা থাকলেও তা হয়নি। এ অবস্থায় জোড়াতালি দিয়ে চলছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। স্থানীয় শিক্ষানুরাগীদের দান করা ২২ একর জমি নিয়ে চরকাজল মাধ্যমিক বিদ্যালয়টির প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে। স্কুলের ক্যাম্পাসেই রয়েছে ৩ একর ৬৫ শতক জমি। যথেষ্ট পরিমাণ জমি থাকলেও স্কুলের নেই পর্যাপ্ত ও প্রয়োজনীয় একাডেমিক ভবন। প্রতিষ্ঠার এক দশকের মধ্যে দুটি একাডেমিক ভবন নির্মাণ করা হলেও প্রয়োজনীয় সংস্কার এবং মেরামতের অভাবে দোতলা একটি ভবন এক দশক আগে পরিত্যক্ত হয়। ওই ভবনটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। অথচ বার্ষিক পরীক্ষার সময়ে কর্তৃপক্ষ পরিত্যক্ত ভবনটি ব্যবহার করতে বাধ্য হন। শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, পরীক্ষার সময়ে ছাদ ও দেয়াল থেকে তাদের মাথার ওপর পলেস্তারা খসে পড়ে। সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। তবুও নিরুপায় হয়ে তারা ভবনটি ব্যবহার করে। অপর ভবনটিতে মাত্র ৫টি শ্রেণীকক্ষ রয়েছে। স্কুলের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা নয় শ’য়েরও বেশি। শ্রেণীকক্ষগুলোতে বড়জোর দেড়-দু’ শ’ শিক্ষার্থীর স্থান সঙ্কুলান হয়।
×