ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতায় মিলন মেলা

প্রকাশিত: ০৪:৫৬, ২২ জানুয়ারি ২০১৮

মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতায়  মিলন মেলা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ জানুয়ারি ॥ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলায় নানা বয়সী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেল মধুপুরে। মধুপুর উপজেলার আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার আবহমান লোকজ সংস্কৃতির ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে উপজেলার দামপাড়া ও আকাশী গ্রামের বিশাল খোলা মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। আকাশী বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আব্দুল বারী বাবুল জানান, এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই ওই মাঠে আসতে শুরু করে আশপাশের ২০ গ্রামের শিশু-কিশোর ও নারী-পুরুষ। বিশাল ওই মাঠের চারপাশে অবস্থান করা কয়েক হাজার মানুষ শীতকালীন গ্রামীণ এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
×