ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বনকর্মকর্তার বিরুদ্ধে জব্দ করা গাছ বিক্রির অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৭, ২০ জানুয়ারি ২০১৮

বনকর্মকর্তার বিরুদ্ধে  জব্দ করা গাছ  বিক্রির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ জানুয়ারি ॥ মহীপুর রেঞ্জের ধূলাসার ইউনিয়নের বিট কর্মকর্তা আব্দুল মান্নান গাজীর বিক্রি করা বিভিন্ন প্রজাতির গাছ একটি স’মিল থেকে স্থানীয় লোকজন উদ্ধার করেছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারণ বনবিভাগ ইতোপূর্বে এ গাছ উদ্ধার করে জব্দ করেছিল। দেড় লক্ষাধিক টাকা মূল্যের অন্তত ১০টি গাছ অনন্তপাড়ার খোকন মিয়ার স’মিল থেকে উদ্ধার করা হয়েছে। সম্প্রতি এ গাছ উদ্ধারের ঘটনায় মানুষ বলছে উপকূল রক্ষাকবচ বনায়নের গাছ রক্ষায় নিয়োজিত বনকর্মীরা এখন বন ধ্বংসের কারণ হয়ে গেছে। জানা গেছে, এ গাছ ইতোপূর্বে বনবিভাগ উদ্ধার করে জব্ধ করে রাখে। যার নোট বইয়ের পৃষ্ঠা নং-১/১৪৮৬তে লিপিবদ্ধ রয়েছে। ওই গাছ বিট কর্মকর্তা বিক্রি করে দেয়। ১৯৯৫-৯৬ সনে সৃজিত বাঁধ বাগানের উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ও সামনাসামনি সাক্ষ্য দিয়েও এর কোন প্রতিকার না পাওয়ায় উপকারভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় উপকারভোগী মস্তফা হাওলাদারের দাবি স্থানীয় সুলতান খানের ছেলে মনিরকে নিয়ে ওই বিট কর্তা বন-বিভাগের লক্ষাধিক টাকার গাছ বিক্রি করেছে। তারা আরো বলেন, ওই দুর্নীতিবাজ বিট কর্তার উপযুক্ত বিচার হলে, অন্যান্য কর্তা ব্যক্তিদের সচেতন হওয়ার সুযোগ হবে। এ বিষয়ে মহিপুর রেঞ্চ কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে বিভাগীয় বন-কর্মকর্তা নিজেই তদন্ত করেছেন। অভিযুক্ত বিট কর্মকর্তা আব্দুল মান্নান গাজী ধৃষ্টতার সঙ্গে জানান, আপনাদের কাজ আপনারা করেন আমার কাজ আমি করি।
×