ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘড়ি বটে

প্রকাশিত: ০৬:০৫, ১৮ জানুয়ারি ২০১৮

ঘড়ি বটে

স্মার্টওয়াচ নির্মাণকারী প্রতিষ্ঠান ট্যাগ হিউয়ার সম্প্রতি একটি হাতঘড়ি বাজারে এনেছে যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ‘ট্যাগ হিউয়ার কানেকটেড মডুলার ৪১’ নামের এই হাতঘড়িটি মূলত একটি বিশেষ স্মার্টওয়াচ। ইন্টেল প্ল্যাটফর্মের প্রসেসর আর গুগল এ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ অপারেটিং সিস্টেমে চলবে এ ঘড়ি। ৩২৬ পিপিআই উজ্জ্বলতার এ স্মার্টওয়াচে আছে ৩৯০ বাই ৩৯০ রেজ্যুলেশনের এ্যামোলেড ডিসপ্লে। এক গিগাবাইট র‌্যাম আর আট গিগাবাইট রমের এ ঘড়ির সঙ্গে আছে জিপিএস এবং এনএফসি প্রযুক্তি। ৫০ মিটার পানির গভীর পর্যন্ত পানিরোধক সেবা দিবে মডুলার ৪১। তবে যে কারণে এই ঘড়ির এমন আকাশ ছোঁয়া দাম এবার আসা যাক সেই প্রসঙ্গে। ৪১ মিলিমিটার ব্যাসের এই ঘড়িটি আগাগোড়া হীরে দিয়ে মোড়া। ৫৮৯ ভিভিএস হীরে দিয়ে মোড়ানো হয়েছে ঘড়ির মূল ডায়েলটি। ১৩.২ মিলিমিটার পুরো ঘড়িটির চেইনে থাকবে টাইটেনিয়াম অথবা ১৮ ক্যারটের সাদা স্বর্ণ। আর এর ডিসপ্লের বর্ডারটি সিরামিকের। পাশাপাশি এর পর্দার পুরোটাই ঘর্ষণ প্রতিরোধক। আর এ কারণে এর পর্দা বহুদিন পর্যন্ত থাকবে নতুনের মতো। মোট ২৩.৩৫ ক্যারটের হীরা ও স্বর্ণ ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে। এটির মূল্য এক লক্ষ ৮০ হাজার ডলার ধরা হয়েছে। ওয়েবসাইট অবলম্বনে।
×