ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ ফর্মে ফেরায় মুগ্ধ বাংলাদেশের সহকারী কোচ

শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন হ্যালসাল

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ জানুয়ারি ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন হ্যালসাল

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়েকে সহজেই হারানো গেছে। এবার বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা চ্যালেঞ্জ আছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ রয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসাল। মঙ্গলবার হ্যালসাল বলেছেন, ‘আমরা সবাই জানি শ্রীলঙ্কা যখন সেরা পারফর্ম করে তখন সবসময়ই তারা একটি শক্তিশালী দল। তারা কেমন খেলতে পারে সেটাও আমাদের জানা আছে।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি যখন ওরা ভারতকে হারালো। যদিও সম্প্রতি তারা ভাল খেলছে না। তার মানে এই না এই ম্যাচে তারা ভাল খেলবে না। ওদের এ্যাঞ্জেলো ম্যাথুস ও লাকমল খুবই অভিজ্ঞ। খুবই ভাল সাইড তারা।’ শ্রীলঙ্কা এ মুহূর্তে খুবই বাজে ওয়ানডে ক্রিকেট খেলছে। টানা সিরিজ হারের মধ্যে আছে। গত বছর জুন-জুলাইয়ে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ হারের পর থেকেই হারছে। তবে এখন দলের কোচের দায়িত্ব নিয়েছেন চন্দিকা হাতুরাসিংহে। যিনি বাংলাদেশ দলের সাবেক কোচ ছিলেন। এই সিরিজের আগেই হাতুরাসিংহে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। হাতুরাসিংহেকে পেয়ে শ্রীলঙ্কা জ্বলেও উঠতে পারে। ত্রিদেশীয় সিরিজ দিয়েই সেই উজ্জ্বলতা শুরু হয়ে যেতে পারে। গত বছর বাংলাদেশের বিপক্ষেও ওয়ানডে সিরিজে নিজ মাটিতে ১-১ ড্র করেছিল শ্রীলঙ্কা। জিম্বাবুইয়ে বাধা বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই উতরে নেবে বোঝা যাচ্ছে। যদিও আজ জিম্বাবুইয়ের বিপক্ষে শ্রীলঙ্কার খেলা দিয়েই তা বোঝা যাবে। এরপরও বোঝা যাচ্ছে, সিরিজে আসল খেলাটা হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেই। তাই হ্যালসাল শ্রীলঙ্কাকেই চ্যালেঞ্জ মানছেন। অবশ্য জিম্বাবুইয়ের বিপক্ষে যেভাবে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ, তাতে আত্মবিশ্বাসীও হ্যালসাল। আবার দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানও ফর্মে ফিরছেন। মুস্তাফিজের ফেরার চেষ্টায় মুগ্ধ হয়েছেন হ্যালসাল। মুস্তাফিজকে আগের সেই ফর্মে পাওয়া যাচ্ছিল। কিন্তু জিম্বাবুইয়ের বিপক্ষে যেন পুরনো মুস্তাফিজকে পেয়েছে সবাই। ২ উইকেট নিয়ে এবং ব্যাটসম্যানদের ভুগিয়ে বুঝিয়ে দিয়েছেন ফুরিয়ে যাননি। আবার নিজস্ব ধারাতেই ফিরছেন। হ্যালসাল তাই খুশি ও মুগ্ধ। তিনি বলেছেন, ‘আপনি যদি বেসবল পিচারদের দেখেন তাহলে দেখবেন এ ধরনের ইনজুরি অনেক খেলোয়াড়েরই হয়ে থাকে। পিচাররা ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করে কিন্তু এমন ইনজুরি থেকে ফিরে দুই বছর লেগে যায় আগের গতি ফিরে পেতে। আমার মনে হয় ১৮ মাস হয়েছে মুস্তাফিজ ফিরে এসেছে। সে কাটার করেছে এবং তার পেস এখন ঘণ্টায় ৮৫ মাইল বেগে ফিরে এসেছে। তাই কাটার দুর্দান্ত ছিল। সপ্তাহে অন্তত তার মাইলখানেক গতি বাড়ছে। এ কারণে তার কাটার আরও কার্যকরী হয়েছে। তার আত্মবিশ্বাস ফিরে এসেছে।’ ব্যাটসম্যানদের জন্য টানা অনুশীলন খুব একটা কঠিন না হলেও বোলারদের কাজটা খুব কঠিন। টানা বল করে যেতে শারীরিক শক্তির সঙ্গে মানসিক শক্তিটাও দরকার হয় প্রচ-। আর এ কাজটিই মুস্তাফিজ দিনের পর দিন নিরলসভাবে করে যাচ্ছেন। মুস্তাফিজের চেষ্টায় তাই মুগ্ধ হ্যালসাল, ‘এটা দেখতেও দারুণ যে এরজন্য সে অনেক কঠোর পরিশ্রমও করেছে। সে তার স্কিল নিয়ে নিয়মিত কাজ করছে। আমরা তামিম ও মুশফিককে অনুশীলনে নিয়মিত দেখে অভ্যস্ত। তবে একজন বোলারকে প্রতিটা অনুশীলন সেশনে এমনটা করতে দেখা সত্যিই উৎসাহদায়ক।’ হ্যালসাল আবারও হাতুরাসিংহেকে নিয়ে কথা বলেছেন। তিনি বারবারই বোঝানোর চেষ্টা করছেন, মাঠে ক্রিকেটাররাই খেলবে। কোচ খেলবে না। হাতুরাসিংহে ইস্যু নিয়ে কথা উঠতেই হ্যালসাল বলেছেন, ‘সে খুব ভাল একজন কোচ। কিন্তু গত রাতে (সোমবার) আপনি দেখেছেন, তামিম ইকবাল রান করেছে, সাকিব আল হাসান উইকেট নিয়েছে। চন্দিকা (হাতুরাসিংহে) রান করতে পারবে না কিংবা উইকেটও নিতে পারবে না।’ এখন শ্রীলঙ্কার চ্যালেঞ্জ জয় করতে হবে সামনে।
×