ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:০৫, ১৭ জানুয়ারি ২০১৮

চাঁপাইয়ে গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর থেকে মঙ্গলবার সকালে এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ হচ্ছে, পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী রশিদা বেগম (২৬)। সদর থানা পুলিশ জানায়, নিহতের স্বজনদের দেয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে রামকৃষ্টপুর মহল্লার মিজানুরের বাড়ি থেকে তার স্ত্রী রশিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তিনি জানান, রাতে অগ্নিদগ্ধ অবস্থায় রশিদাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রূপগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকা থেকে নাবিল প্রধান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নাবিল উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার বাচ্চু প্রধানের ছেলে। জানা গেছে, টঙ্গীরঘাট এলাকার একটি গাছে নাবিল প্রধানের নামে এক ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্র নিহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর জামালখান সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আদনান ইসফার (১৫) সরকারী কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। জানা যায়, দুপুর ২টার দিকে জামালখান সড়কের ডাঃ খাস্তগীর স্কুলের সামনে আক্রান্ত হয় ইসফার। দুর্বৃত্তরা আচমকা এসে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত এই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আইডিয়াল স্কুলের এক শিক্ষক এবং দুই শিক্ষার্থী। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছুরিকাঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান। এদিকে হামলাকারী কারা তা এখনও শনাক্ত করা যায়নি। কি কারণে ছেলেটি আক্রান্ত হলো তা উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
×