ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে অধ্যক্ষ লাঞ্ছিত

জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫১, ১৬ জানুয়ারি ২০১৮

জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ জানুয়ারি ॥ সদর উপজেলার কাফুরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সাইদুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী অভিভাবক ও এলাকাবাসী। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে কাফুরিয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে এ সময় বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা পরিষদের সভাপতি রুহুল আমীন বিপ্লব, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল ইসলাম, কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস তিশা, আসমা, আশাসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, গত শনিবার দুপুরে কলেজের অধ্যক্ষ এসএম সাইদুর রহমানকে তার অফিসে কর্মরত অবস্থায় স্থানীয় আট থেকে দশজন সন্ত্রাসী তাকে টেনে হেঁচড়ে বের করে মাঠের মধ্যে নিয়ে যায়। পরে তারা সেখানে তাকে প্রাণ নাশের হুমকিও দেয়। এ ঘটনায় ওই দিনই কাফুরিয়া ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নাটোর জেলা কমিটির সভাপতি শাহ আলমকে প্রধান অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঘটনার পর দুই দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
×