ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের শান্তি পরিকল্পনা সেরা চপেটাঘাত ॥ আব্বাস

প্রকাশিত: ০৪:২৬, ১৬ জানুয়ারি ২০১৮

ট্রাম্পের শান্তি পরিকল্পনা সেরা চপেটাঘাত ॥ আব্বাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার নিন্দা জানিয়ে একে ‘শতাব্দীর সেরা চপেটাঘাত’ হিসিবে বর্ণনা করেছেন ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে হোয়াইট হাউসের স্বীকৃাতির বিষয়ে আলোচনার জন্য রবিবার রামাল্লায় আয়োজিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এএফপি। দুই ঘণ্টার দীর্ঘ এক বক্তৃতায় আব্বাস ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচানায় ট্রম্প প্রশাসনকে মধ্যস্ততাকারী হিসেবে আর মেনে না নেয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক নেতৃত্বের আহ্বান জানান। ১৯৯৪ সালে সম্পাদিত অসলো শান্তিচুক্তি ভেঙ্গে ফেলায় তিনি ইসরাইলকে অভিযুক্ত করেন। চুক্তিটি ছিল দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি। আব্বাস আরও বলেন, এর উত্তর দেয়ার জন্য তারা সমস্ত কৌশল ক্ষতিয়ে দেখবে। এছাড়াও আব্বাস ইসরাইলের দুই কট্টর সমর্থক তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালেকে একহাত নেন। তাদেরকে ‘কলঙ্কজনক ব্যক্তি’ বলে অবিহিত করেন তিনি। আব্বাস ভাষণে বলেন, ‘আমরা ট্রাম্পের প্রতি ‘না’ বলছি, আমরা আপনার প্রকল্প গ্রহণ করব না।’ নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর হামলায় ৭ পাকিস্তানী সৈন্য নিহত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুঞ্জ জেলার সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালিয়ে সাত পাকিস্তানী সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সোমবার ভারতীয় সেনাবাহিনী দিবসের সকালে ‘প্রতিশোধমূলক’ হামলাটি চালানো হয় বলে জানা গেছে। এনডিটিভি। এদিন সেনাবাহিনী দিবসের এক অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত অভিযোগ করেছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে সহায়তা দিতে পাকিস্তানী সেনাবাহিনী ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের যদি বাধ্য করা হয়, তাহলে সামরিক হামলা বাড়ানোর মাধ্যমে অন্য প্রক্রিয়া শুরু করতে পারি আমরা। তাদের একটি শিক্ষা দেয়ার জন্য আমরা আমাদের শক্তি ব্যবহার করছি। পাকিস্তানের যে কোন ধরনের উস্কানিমূলক পদক্ষেপের কার্যকর প্রতিশোধ নেয়া হবে। যে কোন মূল্যে ভারতবিরোধী তৎপরতাকে সফল হতে দেব না আমরা।’
×