ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে মাছের মেলায় জামাই শ্বশুরের প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ জানুয়ারি ২০১৮

কালীগঞ্জে মাছের মেলায় জামাই শ্বশুরের প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে মাছকে ঘিরে রবিবার ক্রেতা জামাইদের জটলা লাগে। ৪০ কেজি ওজনের এ মাছের নাম কাতল। বিক্রেতা দাম হেঁকেছেন ৬৫ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে স্থানীয় চুপাইর এলাকার জামাই নুরুল ইসলাম মাছটির দাম সর্বোচ্চ ৪৫ হাজার টাকা বলে। কিন্তু বিক্রেতা আরও বেশি দাম পাবার আশায় মাছটি ছাড়ছেন না। চলে দর কষাকষি। যতনা ক্রেতা তার চেয়ে অনেক বেশি উৎসুক জনতা ভিড় জমান মাছটি দেখার জন্য। পৌষ মাসের শেষে মাঘ মাসের প্রথম দিন রবিবার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলায় দেখা গেছে এই দৃশ্য। কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামের মাছের মেলাকে ঘিরে আশপাশের কয়েক জেলায় রবিবার দিনভর চলে আনন্দ-উৎসব। মূলত এটা জামাই মেলা। কিন্তু সবাই এটাকে বলে মাছের মেলা। আর এই দিনটিকে ঘিরেই এখানে দিনব্যাপী চলে আনন্দ-উৎসব। এ দিনটির জন্য সারাটি বছর অপেক্ষায় থাকেন স্থানীয়রা। এক টিকেটে দুই ছবি! বলাটা খুব বেশি অযৌক্তিক হবে না, এই মেলায় আছে একের ভেতর দুই। এক কথায় রথ দেখা আর কলা বেচা। কারণ এটা মাছের মেলা হলেও, এখানে চলে এলাকার জামাইয়ের বড় কেনার প্রতিযোগিতা। বিনিরাইল এবং এর আশপাশে গ্রামে যারা বিয়ে করেছেন, সে সমস্ত জামাইরা হচ্ছে ওই মেলার মূল ক্রেতা ও দর্শণার্থী। তাছাড়া এই মেলাকে ঘিরে এলাকার শ্বশুরদের মধ্যেও চলে এক নীরব প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাটি হচ্ছে কোন জামাই সবচেয়ে বড় মাছটি ক্রয় করে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারে। আবার শ্বশুররাও চান কোন শ্বশুর সবচেয়ে বড় মাছটি ক্রয় করে জামাই আপ্যায়ন করতে পারে। বিনিরাইলের মাছের মেলা যেন জামাই-শ্বশুরের বড় মাছ কেনার প্রতিযোগিতার মাঠ। হবিগঞ্জ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, পৌষসংক্রান্তিতে হবিগঞ্জের পৈনগ্রামে ‘মাছের মেলা’র আয়োজন করা হয়েছে। রবিবার ভোর থেকে এই মেলায় হবিগঞ্জ শহরসহ জেলার ৮ উপজেলা এমনকি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বি-বাড়িয়া, কুমিল্লা থেকেও এসেছে ক্রেতা-দর্শনার্থী। ভোর ৬ টা থেকেই এই মেলায় আসতে থাকে নানা বয়সী নারী-পুরুষ। একপর্যায়ে মেলা প্রাঙ্গণ জনসমুদ্রে রূপ নেয়। অনেকেই বোয়াল, বাঘাই আর রুই-কাতলা, পাঙ্গাশ, চিতল মাছ দেখে অভিভূত হন। সেই সঙ্গে এসব মাছ সামনে-পেছনে রেখে কেউবা সেলফি তুলে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন।
×