ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি কাল চরফ্যাশনে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:২৪, ১৫ জানুয়ারি ২০১৮

রাষ্ট্রপতি কাল চরফ্যাশনে  যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১৪ জানুয়ারি ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভোলার চরফ্যাশনে আসছেন। জানা গেছে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মঙ্গলবার বেলা সোয়া ২টায় চরফ্যাশনে আইফেল টাওয়ারের আদলে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক ও সুউচ্চ ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করবেন। এরপর তিনি অধ্যক্ষ নজরুর ইসলাম ডিগ্রী কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ, রসুলপুর-এওয়াজপুর মৈত্রী সেতু উদ্বোধন করবেন। বিকেল সোয়া তিনটায় চরফ্যাশন সরকারী টি.বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরফ্যাশন পৌরসভা আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। বুধবার সকাল ১০টায় কুকরি-মুকরি পর্যটন কেন্দ্র ও ইকোপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা সাড়ে ১১টায় বাংলাবাজারে নির্মিত স্বাধীনতা যাদু ঘরের উদ্বোধন ও ১২টায় ফাতেমা খানম ডিগ্রী কলেজে সুধী সমাবেশে যোগদান করবেন। এরপর হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে ভোলা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির চরফ্যাশন ও ভোলা সফরকে ঘিরে গোটা ভোলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
×