ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে অনুমতি ছাড়াই আনন্দমেলা ॥ চলছে মাদক বিক্রি

প্রকাশিত: ০৪:১৪, ১৪ জানুয়ারি ২০১৮

সিদ্ধিরগঞ্জে অনুমতি ছাড়াই আনন্দমেলা ॥ চলছে মাদক বিক্রি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইলের তাত জুট মিল এলাকায় অবৈধভাবে দশ দিনব্যাপী শীতকালীন আনন্দমেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম ওরফে পিচ্চি নজরুল প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করেছে। খোদ নজরুল ইসলামও মেলার অনুমতি নেই বলে অকপটে স্বীকার করে জানান, এখানে ছোট ভাইয়েরা শিশুমেলার আয়োজন করেছে। পুলিশ বলছে, মেলা বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু শনিবার বিকেলে গিয়েও মেলা চলতে দেখা গেছে। জানা গেছে, বুধবার থেকে শীতকালীন আনন্দমেলার নামে শিমরাইল তাত জুট মিল এলাকায় দশ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রির অভিযোগ উঠেছে। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতাসহ বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। স্থানীয়রা মেলায় অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছেন। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে পিচ্চি নজরুল ও তার সহযোগীরা গত বুধবার থেকে শীতকালীন আনন্দমেলার নামে অবৈধ মেলাটি আয়োজন করেন। মেলায় ছোট-বড় মিলে শতাধিক স্টল বসানো হয়েছে এবং গেট সাঁটানো হয়েছে। রাতের বেলা আলোকসজ্জা করা হয়েছে। দোকানিরা মেলায় তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। মেলায় নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইডস বসানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মেলায় রাতে বসে জুয়া ও মাদকের আসর বসছে। মেলাকে কেন্দ্র করে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে। কিন্তু পুলিশ মেলাটি মৌখিকভাবে বন্ধ করার কথা বলে মেলার স্থান ঘুরে গেছে। মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মুঠোফোনে জানান, গত বুধবার থেকে দশ দিনব্যাপী এই মেলা বসানো হয়েছে। এলাকার ছোট ভাইয়েরা শিশুমেলার আয়োজন করেছে। আমি শুধু কোম্পানির কাছ থেকে মেলার জায়গার অনুমতি নিয়ে দিয়েছি। এখানে অবৈধ কিছু হতে দেয়া হবে না। তবে তিনি মেলার প্রশাসনিক কোন অনুমতি নেই বলে অকপটে স্বীকার করেন। অবশ্য এলাকাবাসী দাবি, দ্রুত এ অবৈধ মেলাটি বন্ধ করে দেয়া হোক। মেলাটি চালু থাকলে এলাকায় যুব সমাজ ও শিশুরা আরও ক্ষতির সম্মুখীন হবে। নজরুল ইসলাম প্রভাবশালী হওয়া মেলা আয়োজনের কেউ বিরোধিতা করতে পারছে না। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, মেলার বসানোর কোন অনুমতি নেই। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মেলা ভেঙ্গে দেয়া হয়েছে। তবে আবারও বসলে ভেঙ্গে দেয়া হবে।
×