ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১ বছর অব্যবহৃত কলেজ ভবন ॥ পাঠদান ব্যাহত

প্রকাশিত: ০৪:৩২, ১৩ জানুয়ারি ২০১৮

 ১১ বছর অব্যবহৃত কলেজ ভবন ॥ পাঠদান  ব্যাহত

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১২ জানুয়ারি ॥ নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ ভবন বা ভবন না থাকায় খোলা মাঠে শ্রেণীকক্ষ বসিয়ে পাঠদান কার্যক্রম চালাতে দেখা যায়। কিন্তু এর বিপরীত চিত্রও এ উপজেলায় রয়েছে। যেমন বেসরকারী মহিলা কলেজের জন্যে নির্মিত দোতলা ভবন ১১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মাজার বাসস্ট্যান্ডের কাছে আনোয়ার হোসেন খান চৌধুরী মহিলা কলেজের জন্যে ২০০৫ সালে দোতলা একটি ভবন নির্মিত হয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে ভবনটি নির্মিত হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটি নির্মাণের পর এখানে পাঠদান কার্যক্রম চলেনি। ১১ বছরের বেশি সময় ধরে এই ভবন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কলেজের অধ্যক্ষ আঞ্জুমান আরা বেগম মুঠোফোনে বলেন, নির্মিত ভবনে পাঠদান কার্যক্রম চালানোর জন্যে স্থান সঙ্কুলান হবে না। তাই নতুন ভবনে কলেজটি স্থানান্তর করা হয়নি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী ভবনটি নির্মাণ করান। পট পরিবর্তনের পর ওই ভবনটি এভাবেই পড়ে থাকে। তবে সাবেক এই এমপি অসুস্থ থাকায় ভবনটি অব্যবহৃত থাকার বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এমপি আনোয়ারুল আবেদিন খান বলেন, দোতলা ভবনের পাশে একটি টিনশেড ঘর নির্মাণ করার জন্যে তিনি অর্থ বরাদ্দ করিয়েছিলেন। ঘরটি নির্মাণ করা হলে অনায়াসে সেখানে পাঠদান কার্যক্রম শুরু করা যেত।
×