ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে স্ত্রীর মামলায় শ্রীঘরে দারোগা!

প্রকাশিত: ০৪:২৩, ১৩ জানুয়ারি ২০১৮

অবশেষে স্ত্রীর মামলায় শ্রীঘরে দারোগা!

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ জানুয়ারি ॥ মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে সাভার মডেল থানায় দায়েরকৃত মামলায় অবশেষে গ্রেফতার হয়েছে বদরুদ্দোজা মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে। শুক্রবার সকালে তাকে পৌর এলাকার তালবাগ মহল্লার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। বদরুদ্দোজা মাহমুদ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এ কর্মরত ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্ত্রী রাজিয়া সুলতানা নিলা বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করলে শুক্রবার সকালেই তাকে গ্রেফতার করা হয়। পরে কঠোর গোপনীয়তার মধ্যে তাকে আদালতে পাঠানো হয়। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ মিজান শাফিউর রহমান জানান, বদরুদ্দোজার মাহমুদ ২০১৭ সালের ১৬ মার্চ ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করে। মাদকাসক্ত হওয়ায় এর আগেও তাকে গ্রেফতার করা হয়। ৫ মাস আগে ডিবি থেকে প্রত্যাহার করে তাকে ঢাকা জেলা পুলিশ লাইনে প্রথমে সংযুক্ত (ক্লোজড) করা হয়। সেখান থেকে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর তাকে চট্টগ্রামে বদলি করা হয়। রাজিয়ার অভিযোগ, সহযোগীদের নিয়ে তার স্বামী নিয়মিত ইয়াবাসহ নানা ধরনের মাদক সেবন করে থাকে। এতে বাধা দেয়ায় বুধবার দুপুরে বদরুদ্দোজা তাকে পিটিয়ে ও বুট দিয়ে লাথি মেরে গুরুতর আহত করে এবং মৃত ভেবে বাইরে থেকে ফ্ল্যাট তালাবদ্ধ করে রেখে যায়।
×