ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খোঁজারহাট ও মিরাপুরে ভৈরব নদ দখল

প্রকাশিত: ০৪:২২, ১৩ জানুয়ারি ২০১৮

খোঁজারহাট ও মিরাপুরে  ভৈরব নদ  দখল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোঁজারহাট ও মিরাপুর এলাকায় দীর্ঘদিন প্রভাবশালীদের কব্জায় থাকা বুড়ি ভৈরব নদ দখলমুক্ত হয়নি। বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলেও কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে সরকারী নদের জায়গা দখল কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ১০/১২ জন মিলে খোঁজারহাট ও মিরাপুর গ্রামের বুড়ি ভৈরব নদ অংশের জমি নিজেদের ইচ্ছামতো দখল করে রেখেছে। সবচেয়ে বেশি অংশ দখল করেছেন মিরাপুর গ্রামের আলী আহম্মদ তার ছেলে হাসান, খোঁজারহাট গ্রামের ছমির তরফদারের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ, ইনছার আলীর ছেলে আশরাফ, আতর আলীর ছেলে সরফুদ্দিন ও আব্বাস আলীর ছেলে আব্দুল ওহাব। সেখানে ভৈরব নদের অস্তিত নেই বললেই চলে। দুই পাশের অবৈধ দখলদারদের কারণে ঐতিহ্যবাহী নদটি এখন খালে পরিণত হয়েছে। একপাশের জমি দখল করে একাধিক পুকুর খনন করে মাছের চাষ করা হচ্ছে। অপরপাশের জমিতে করা হচ্ছে চাষাবাদ। আর খালে পরিণত হওয়া নদের অংশে আড়াআড়ি করে বাঁশের পাটা ও চটার বাঁধ দেয়া হয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানান, যশোর জেলার ভৈরব নদের অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হতে পারে। যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান জানান, তিনি যোগদান করার পর ভৈরব নদের জমি কোন এলাকায় প্রভাবশালীদের কব্জায় রয়েছে তা খোঁজ নেয়া হচ্ছে। যে কোন সময় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×