ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মানের মেডিক্যাল কনভেনশন সেন্টার সম্পন্ন হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ

প্রকাশিত: ০৮:৩৪, ১১ জানুয়ারি ২০১৮

আন্তর্জাতিক মানের মেডিক্যাল কনভেনশন সেন্টার সম্পন্ন হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করতে দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি এ প্রকল্পের আওতাধীন হোটেল শেরাটনের বিপরীতে মিন্টো রোডে অবস্থিত আন্তর্জাতিক মানের মেডিক্যাল কনভেনশন সেন্টার পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সর্বাধুনিক মেডিক্যাল কনভেনশন সেন্টারে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। মেডিক্যাল কনভেনশন সেন্টারের বিষয়ে বিস্তারিত মন্ত্রীকে অবহিত করেন এ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু নাসার রিজভী। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি যথাসময়ে আন্তর্জাতিক মানের মেডিক্যাল কনভেনশন সেন্টার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, আশাকরি, আগামী তিনমাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিক্যাল কনভেনশন সেন্টারটির শুভ উদ্বোধন করবেন। এ ধরনের একটি মেডিক্যাল কনভেনশন সেন্টারের খুবই প্রয়োজন ছিল। বিএসএমএমইউতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল দশটায় অত্র বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচে স্থাপিত জাতির জনকের ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
×