ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তর সিটি নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহের আহ্বান

প্রকাশিত: ০৮:০০, ১১ জানুয়ারি ২০১৮

আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহের আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করার আহ্বান করা হয়েছে। আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এই তিন দিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানম-ি আ/এ, ধানমণ্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আগামী ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার সন্ধ্যা সাতটার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সন্ধ্যা সাতটায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ২৬ জানুয়ারি থেকে দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক সফর ॥ পবিত্র হজের পর ধর্মপ্রাণ মুসলমানদের বড় জমায়েত বিশ্ব ইজতেমার বিষয়টি বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী সাংগঠনিক সফরের কর্মসূচীতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব ঘোষিত আগামী ১২ জানুয়ারি থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হওয়ার কথা থাকলেও তা আগামী ২৬ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে। একাদশ জাতীয় নির্বাচনকে টার্গেট করে দেশব্যাপী আওয়ামী লীগের এ সাংগঠনিক সফর। আওয়ামী লীগের সম্পাদকম-লীর সভা আজ ॥ আওয়ামী লীগ সম্পাদকম-লীর এক সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধানম-িস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
×