ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশিত: ০৫:১২, ১১ জানুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ  কোটি টাকার মাদক ধ্বংস

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির উদ্ধারকৃত পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার সকালে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে ধ্বংস করা হয়। ২৫ ও ৬০ বর্ডারগার্ড ব্যাটালিন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করে। ধ্বংসকৃত মালামালের মূল্য প্রায় পাঁচ কোটি ১৪ লক্ষ ৯৬ হাজার ২৪৫ টাকা। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী আহসানুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ২৫বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল শাহ আলী, ৬০বিজিবি অধিনায়ক লে কর্নেল জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ সরকারী ও বেসরকারী উর্ধতন কর্মকর্তারা।
×