ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

দম্পতিসহ নিহত ৯

প্রকাশিত: ০৬:৩৩, ৯ জানুয়ারি ২০১৮

দম্পতিসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে স্বামীস্ত্রী, কক্সবাজারে সিএনজির চালকসহ ৩ যাত্রী, গোপালগঞ্জে বাসচালকসহ ২, মাগুরায় এসএসসি পরীক্ষার্থী ও মাদারীপুরে এক ইটভাঙ্গা শ্রমিক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- ফরিদপুর ॥ মধুখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামীস্ত্রী নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার পরীক্ষিতপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আলম ম-লের ছেলে খোরশেদ ম-ল (৩৫) তার স্ত্রী তানিয়া বেগমকে (৩০) নিয়ে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিলেন। পথে মধুখালী উপজেলার পরীক্ষিতপুর নামক স্থানে পৌঁছলে কুয়াশার মধ্যে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামীস্ত্রীর মৃত্যু হয়। কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন সিএনজির অপর তিন যাত্রী। সোমবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টেকনাফের বাহারছরা শামলাপুর পুরানপাড়ার সৈয়দ হোসেনের পুত্র সিএনজিচালক নুরুল আবছার (২৬) মৃত হাজী সিকান্দারের পুত্র ছৈয়দুল ইসলাম (৫৫)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জ ॥ যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক তার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার রাত ২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বনফুল পরিবহনের ড্রাইভার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামের শেখ খবিরের ছেলে শেখ শাহিন (৪৮) ও বাসের যাত্রী বাগেরহাট জেলার মোরেলগঞ্জের আব্দুস সোবাহানের স্ত্রী মালা বেগম (৩৫)। মাগুরা ॥ জেলার মহম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামে রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় উলফাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে মৌসা গ্রামের হারুনার রশীদের ছেলে। উলফাত মাগুরা শহর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেলে করে বাড়িতে ফেরার পথে মাগুরা -মহম্মদপুর সড়কের ওমেদপুর নামক স্থানে একটি ট্রলি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয় এবং আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাতে সে নিহত হয়। মাদারীপুর ॥ রবিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে ইট ভাঙ্গা মেশিনের চাপায় পান্নু মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছে। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে রবিবার সন্ধ্যায় ৬টার দিকে গোলচত্বরে মোড় ঘোরার সময় ইট ভাঙ্গা মেশিনের সঙ্গে একটি ভ্যান ও একটি বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধাক্কা লেগে ইট ভাঙ্গা মেশিন উল্টে ভ্যান ও বাইসাইকেলের ওপর পড়ে যায়। এতে মেশিনের চাপায় চালক পান্নু মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়।
×