ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরিদ্র মানুষের কথা বিবেচনা করে ওষুধের মূল্য কমাতে হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫১, ৯ জানুয়ারি ২০১৮

দরিদ্র মানুষের কথা বিবেচনা করে ওষুধের মূল্য কমাতে হবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ ওষুধের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ওষুধ কোম্পানির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ওষুধের মূল্য নির্ধারণ করতে হবে। ওষুধ কোম্পানি মালিকদের প্রতি আহ্বান থাকবেÑ দরিদ্র মানুষের কথা বিবেচনা করে ওষুধ মূল্য কমাতে হবে। সোমবার রাজধানীর মহাখালী ওষুধ প্রশাসন অধিদফতর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। ‘মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধিত) আইন-২০১৭’ আজ (মঙ্গলবার) সংসদ পাস করার কথা জানিয়ে তিনি বলেন, এই আইনটি পাস হলে দরিদ্র মানুষ সুবিধা পাবেন। আগে কিডনিসহ নানা অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের জন্য বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ব্যয় করতে হত। এই আইন পাশের মাধ্যমে দেশেই মানুষ কমমূল্যে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ফার্মাসিউটিক্যাল পোডাক্টকে ‘পোডাক্ট অব দ্য ইয়ারÑ২০১৮’ ঘোষণা করা উপলক্ষে ওষুধ প্রশাসন অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। ওষুধ শিল্পের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে বিশে^র ১৪৫ দেশে বাংলাদেশের ওষুধ রফতানি করা হচ্ছে। গতবছর আমেরিকাতেও ওষুধ রফতানি করা শুরু হয়েছে। শ্রীলঙ্কার বাজারে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের ওষুধ প্রথমস্থান দখল করেছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। এজন্য ওষুধের গুণগতমান শতভাগ নিশ্চিত করতে হবে। ভেজাল ও নকল ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন রক্ষাকারী ওষুধের গুনগতমান নিয়ে কোন আপোষ করা হবে না। গুণগতমান নেইÑএমন কিছুসংখ্যক কোম্পানি ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া নকল ও ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে ওষুধ কোম্পানি মালিকদের সংগঠন ওষুধ শিল্প সমিতির সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেন, বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ওষুধ অনেক কম মূল্য বিক্রয় করা হয়। গুণগতমান ঠিক রেখেই কোম্পানিগুলো স্বল্পমূল্যে ওষুধ রফতানি করছে। একটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডেন্ট (এপিআই) ওষুধ শিল্প পার্ক স্থাপন করা হলে দেশে ওষুধের মূল্য আরও কমবে বলে জানান তিনি। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা সালমান এফ রহমান, মহাসচিব এস এম শফিউজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোক্তাদির প্রমুখ। অনুষ্ঠানে মন্ত্রণালয়, অধিদফতরের উর্ধতন কর্মকর্তা ও ওষুধ শিল্প সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
×