ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএলের ষষ্ঠ আসর শুরু আজ

শিরোপা পুনরুদ্ধারের প্রত্যাশা মধ্যাঞ্চলের

প্রকাশিত: ০৬:২৯, ৮ জানুয়ারি ২০১৮

শিরোপা পুনরুদ্ধারের প্রত্যাশা মধ্যাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ষষ্ঠ আসর শুরু হবে আজ। প্রথম রাউন্ডের খেলায় সিলেটে বর্তমান চ্যাম্পিয়ন বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চল। আর বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক উত্তরাঞ্চল লড়াই করবে। এবার লীগের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হবে। গত আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি মধ্যাঞ্চল। পয়েন্ট তালিকায় সবার নিচে ছিল। এবার শিরোপা ঘরে তুলতে চায় দুইবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল। শিরোপা পুনরুদ্ধার করতে চায় ২০১২-১৩ ও ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন দলটি। এজন্য প্রধান কোচ হিসেবে এবার যুক্ত করেছে খন্দকার ওয়াহিদুল গনিকে। ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম জানান, ‘গত আসরে দল ভাল করতে পারেনি। এবার আশা করছি চ্যাম্পিয়ন হবে ওয়ালটন মধ্যাঞ্চল।’ দলে যে ক্রিকেটাররা আছেন, তাদের ওপরই ভরসা করছেন উদয় হাকিম। সেই সঙ্গে ওয়ালটন গ্রুপের ওয়ালটন গ্রুপের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ বলেন, ‘প্রত্যাশা করছি এবার শিরোপা পুনরুদ্ধার করতে পারব। যে দল পেয়েছি, তাই নিয়ে এগিয়ে যাবে ওয়ালটন মধ্যাঞ্চল।’ বিসিএলে এর আগে মধ্যাঞ্চল দুইবার ও দক্ষিণাঞ্চল দুইবার চ্যাম্পিয়ন হয়। গত আসরে চ্যাম্পিয়ন হয় উত্তরাঞ্চল। বিসিএল হচ্ছে একটি ফ্র্যাঞ্চাইজি লঙ্গারভার্সন লীগ। এ লীগের চার দল হচ্ছে বিসিবি উত্তরাঞ্চল, ওয়ালটন মধ্যাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, ইসলামী ব্যাংক উত্তরাঞ্চল। ২০১২-১৩ মৌসুমে বিসিএল শুরু হয়। প্রথম মৌসুমেই বাজিমাত করে মধ্যাঞ্চল। চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় উত্তরাঞ্চল। এরপর ২০১৩-১৪ মৌসুমে মধ্যাঞ্চলকে টেক্কা দিয়ে দক্ষিণাঞ্চল চ্যাম্পিয়ন হয়। আবারও রানার্সআপ হয় উত্তরাঞ্চল। পরের আসরেও শিরোপা ধরে রাখে দক্ষিণাঞ্চল। ২০১৪-১৫ মৌসুমে দক্ষিণাঞ্চল শিরোপা জিতে। রানার্সআপ হয় পূর্বাঞ্চল। ২০১৫-১৬ সালে আবার মধ্যাঞ্চল চ্যাম্পিয়ন হয়। এবারও রানার্সআপ হয় পূর্বাঞ্চল। গত আসরে উত্তরাঞ্চল বাজিমাত করে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় দক্ষিণাঞ্চল। চার দলের মধ্যে তিন দল মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল শিরোপা জেতার স্বাদ পেয়েছে। পূর্বাঞ্চল এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। দুইবার রানার্সআপ হয়। এবার দেখা যাক, কোন দল শিরোপা জিতে।
×