ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিনে ভেসে আসছে মরা কচ্ছপ

প্রকাশিত: ০৬:২৪, ৭ জানুয়ারি ২০১৮

সেন্টমার্টিনে ভেসে আসছে মরা কচ্ছপ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মৎস্য বিভাগ ও পরিবেশ কর্মীদের তৎপরতা না থাকায় সেন্টমার্টিন দ্বীপে মরা কচ্ছপ ভেসে আসছে প্রতিনিয়ত। জেলেদের বিরুদ্ধে মৎস্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় জেলেদের জামে আটকা পড়ে ওসব কচ্ছপ মারা যাচ্ছে বলে জানা গেছে। সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ অধিদফতরের বড় বড় ভবন এবং কচ্ছপের বিষয়ে দ্বীপে অনেক ডিজিটাল সাইনবোর্ড আছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তার গাফিলতির কারণে পরিবেশ বিষয়ে তাদের কোন তৎপরতা দেখা যায় না। এর আগে আরও বহু মরা কচ্ছপ সেন্টমার্টিন দ্বীপের উপকূলে ভেসে এসেছিল। শনিবার সকালে একটি বিরল প্রজাতির সামুদ্রিক মরা কচ্ছপ সেন্টমার্টিন দ্বীপের চরে ভেসে আসলে তা কুকুর আহার করতে থাকে। সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট সংলগ্ন সামান্য দক্ষিণে সমুদ্র সৈকতে ভেসে আসা বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে ভিড় করছে পর্যটক ও স্থানীয়রা। মরা কচ্ছপটি ঘিরে ধরে কুকুরের দল। সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ নুর আহমদ ও স্থানীয় মেম্বার হাবিবুল্লাহ খান দুঃখ করে বলেন এভাবে প্রাকৃতিক সম্পদ কচ্ছপ মারা যাওয়া মোটেও কাম্য নয়। কচ্ছপের বিষয়ে দ্বীপে অনেক ডিজিটাল সাইনবোর্ড দেখা গেলেও জনবল দেখা যায়না। ভেসে মরা কচ্ছপটি পুঁতে ফেলতে দ্বীপের বিচ কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
×