ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ১১ শাহজাদা গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫২, ৭ জানুয়ারি ২০১৮

সৌদি আরবে ১১ শাহজাদা গ্রেফতার

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার রাজপ্রাসাদের কাছে প্রতিবাদ-বিক্ষোভ করায় ও স্থান ত্যাগ করার নির্দেশ অমান্য করায় ১১ জন শাহজাদাকে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রীয় মালিকানাধীন ওয়েবসাইট সাকাবে একথা বলা হয়েছে। খবর শিনহুয়া, ওয়াশিংটন পোস্ট ও এএফপির। বিদ্যুত ও পানি বিলের জন্য শাহজাদারা রাজকোষাগার যে অর্থ পেতেন, সেটি দেয়া বন্ধ করতে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করতে গেলে তাদের গ্রেফতার করা হয়। বিক্ষোভের সময় প্রিন্সরা গত বছর একটি হত্যা মামলায় অভিযুক্ত প্রিন্সের শাস্তিরও দাবি জানান। আটককৃত প্রিন্সদের আদালতে বিচার শেষে কারাগারে প্রেরণ করা হবে বলে জানা গেছে। কর্তৃপক্ষের নাম উল্লেখ না করে সাকাব জানায়, রাজ পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ন্যাশনাল গার্ডের একটি ডিভিশনকে ওই সব প্রিন্সকে গ্রেফতার করতে নির্দেশ দেয়া হয়েছিল। শাহজাদারা বর্তমানে রাজধানী রিয়াদের সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত কারাগার হায়ারে রয়েছেন। সৌদি গোয়েন্দা বাহিনীর সরাসরি তত্ত্বাবধায়নে পরিচালিত কারাগারটিতে জঙ্গী, অপরাধী ও আল-কায়দার সন্ত্রাসীরা রয়েছে।
×