ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কবলে তিন লাখ বাংলাদেশী

প্রকাশিত: ০৫:৩২, ৬ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কবলে তিন লাখ বাংলাদেশী

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে প্রায় ৩ লাখ বাংলাদেশী গৃহবন্দী হয়ে আছেন বলে খবর পাওয়া গেছে। এ দুর্যোগে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৬ আমেরিকান। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মেলবোর্ন সিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল হাসান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান ও লং আইল্যান্ডের লিন্সব্রুক সিটির ব্যবসায়ী আকতার হোসেন বাদল আলাদাভাবে এ তথ্য জানান। তারা বলেন, বৃহস্পতিবার ভোরে শৈত্যপ্রবাহ বাড়তে থাকলে ৫০ থেকে ৬০ মাইল বেগে তুষার ঝড় হয়েছে। এতে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। তাপমাত্রা নেমে হিমাঙ্কের নিচে আসায় লোকজন ঘরের বাইরে আসেননি। সড়ক-মহাসড়কে পুলিশ ভ্যান আর এ্যাম্বুলেন্স ছাড়া যান চলাচল ছিল একেবারে কম। নিউইয়র্ক সিটির বাস ও সাবওয়ে চলাচল করলেও যাত্রীর সংখ্যা ছিল হাতেগোনা। নিউইয়র্ক সিটির জ্যামাইকা, জ্যাকসন হাইটস, চার্চ ম্যাকডোনাল্ড, ওজনপার্ক, পার্কচেস্টার, হাডসন, নিউ জার্সির প্র্যাটারসন, আটলান্টিক সিটি, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া, আপারডারবি ও মেলবোর্ন সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকার সব দোকানপাট ছিল জনমানবশূন্য। নিউইয়র্কে থাকা বাংলাদেশী প্রায় ২৫ হাজার ট্যাক্সিচালক কাজ করেননি দুর্যোগের কারণে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারলিনা, নর্থ ক্যারলিনা, উইসকনসিন, মিজৌরি, মিশিগান, নর্থ ডেকটা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডিসি, পেনসিলভেনিয়া, দেলওয়ার, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসেচুসেট্স, রোড আইল্যান্ড, নিউ হ্যামশায়ার, ভারমন্ট ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রায় দেড় কোটি আমেরিকান গৃহবন্দী হয়েছিলেন। এর মধ্যে প্রায় ৩ লাখ বাংলাদেশীও রয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে ১২ ইঞ্চি থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত ছাড়াও বস্টন ও লং আইল্যান্ডে উপকূলীয় এলাকায় ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে। বস্টনের রাস্তা ডুবে যায় গলে যাওয়া বরফের পানিতে। দুর্যোগের কারণে নিউইয়র্ক, বস্টন, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, প্রভিডেন্স, রোড আইল্যান্ডসহ ১১টি সিটির সব স্কুলে ছুটি ঘোষণা করা হয় বৃহস্পতিবার। সরকারী অফিসে উপস্থিতির ওপর কোন বাধ্যকতা ছিল না। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেট্স ও কানেকটিকাট ইত্যাদি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকায় জরুরী অবস্থা জারি করা হয়। লোকজনকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছিলেন রাজ্য গবর্নররা। এদিকে নিউইয়র্ক ও নিউ জার্সির বিমানবন্দরগুলোতে ২ হাজার ফ্লাইটসহ বস্টন, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া ইত্যাদি এলাকার ৪ হাজার ফ্লাইট বাতিল করতে হয় বলে জানান পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক রিক কটন। যাত্রীদের পরবর্তী ফ্লাইটের অপেক্ষায় থাকার অনুরোধ জানান তিনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বুলেটিনে উল্লেখ করা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত উপরোক্ত এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকবে।
×