ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাইটানিক ভ্রমণ

প্রকাশিত: ০৬:৪৭, ৫ জানুয়ারি ২০১৮

টাইটানিক ভ্রমণ

এ বছরের মে মাস থেকে লন্ডনভিত্তিক পর্যটন-প্রতিষ্ঠান ব্লু মার্বেল প্রাইভেট টাইটানিক ভ্রমণের সুযোগ করে দেবে। এর জন্য অবশ্য জনপ্রতি গুনতে হবে এক লাখের বেশি মার্কিন ডলার। ব্লু মার্বেল প্রাইভেট কর্তৃপক্ষ বলেছে, আপাতদৃশ্যে অর্থের পরিমাণ বেশি হলেও তা ১৯১২ সালে আসলে টাইটানিকের যাত্রীরা যে ভাড়া দিয়ে জাহাজটিতে উঠেছিলেন, তার সমানই। কারণ, ১৯১২ সালে টাইটানিকের যাত্রীরা যে ভাড়া গুনেছিলেন, মুদ্রাস্ফীতির বিষয়টি মাথায় রাখলে তা তাদের নির্ধারিত ভাড়ার সমপরিমাণই হবে। উল্লেখ্য, ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় সে সময়ের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ টাইটানিক। যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ মারা যায়।
×