ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে অর্থ প্রতিমন্ত্রী

বাংলাদেশে জঙ্গীবাদের স্থান নেই

প্রকাশিত: ০৫:৩৮, ৫ জানুয়ারি ২০১৮

বাংলাদেশে জঙ্গীবাদের স্থান নেই

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নিজের স্বাধীনতা না থাকলে মানুষকে দরিদ্র থেকে দরিদ্র হতে হয়। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার ফলেই আজ দ্রুতগতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এর সফল নেতৃত্ব দিচ্ছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এখন আর জঙ্গীবাদের স্থান নেই। বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ আর ঘেরাও করা দেশের জনগণ ভালবাসে না, বাংলার জনগণ কোন প্রতিষ্ঠান বন্ধ না করেই জাতির কাক্সিক্ষত উন্নয়নের সফল বাস্তবায়ন চান। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, ‘বাংলার শিক্ষার্থীরা চায় সুন্দর পরিবেশে সুশিক্ষা গ্রহণ করে ডাক্তার-ইঞ্জিনিয়ার-বিজ্ঞানী হতে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশে আর নিরক্ষর মানুষ থাকবেন না। তথ্য প্রযুক্তির এই যুগে আমরাও এগিয়ে যাব অনেক দূর। অন্যান্য দেশের ছেলে-মেয়েরা যেমন বিভিন্ন ক্ষেত্রে সফলতা পাচ্ছে, তেমনি আমাদের ছেলে-মেয়েরাও সফলতা পাবে। তিনি বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী বাজারের রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
×