ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি কবে কোথায় সমাবেশ করবে তা আজ জানাবে

প্রকাশিত: ০৫:২৯, ৫ জানুয়ারি ২০১৮

বিএনপি কবে কোথায় সমাবেশ করবে তা আজ জানাবে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৫ জানুয়ারি রাজধানীর রাজপথে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু রাজপথে সমাবেশ করার অনুমতি পায়নি তারা। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি ইচ্ছে করলে শুক্রবার ঘরোয়া পরিবেশে সমাবেশ করতে পারবে। তবে ৫ তারিখের পরে অন্য কোথাও কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে এ মাসের শেষ সপ্তাহে করতে হবে। বিএনপি কবে কোথায় সমাবেশ করবে তা আজ শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে জানাবে বলে দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের ৪ বছর পূর্তির দিন আজ ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ ও ঢাকার বাইরে সারাদেশে কালো পতাকা মিছিল করার পূর্ব ঘোষণা ছিল বিএনপির। দলের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে আগেই আবেদন করা হয়েছিল। কিন্তু ৫ জানুয়ারি একটি ইসলামিক সংগঠনকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়ায় বুধবার বিএনপির পক্ষ থেকে একই দিনে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া তাদের সাফ জানিয়ে দেন রাজপথে সমাবেশ করার অনুমতি দেয়া যাবে না। তবে বিএনপি চাইলে শুক্রবার ঘরোয়া পরিবেশে সমাবেশ করতে পারবে। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভুইয়া ও দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।
×