ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’১৮ সালে উড্ডয়ন, ১৭-তে ল্যান্ড!

’১৮ সালে উড্ডয়ন, ১৭-তে ল্যান্ড!

প্রকাশিত: ০৫:১৪, ৩ জানুয়ারি ২০১৮

’১৮ সালে উড্ডয়ন, ১৭-তে ল্যান্ড!

পৃথিবীর বিভিন্ন জায়গার সময়ের পার্থক্যের কারণে ২০১৮ সালে উড্ডয়ন করে কয়েকটি উড়োজাহাজ ২০১৭ সালে অবতরণ করল। দৃশ্যত উড়োজাহাজগুলো যেন পেছনে ফিরে গেল। হাওয়াইন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২০১৭ সালের ৩১ ডিসেম্বর রাত ১১:৫৫ মিনিটে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে যাত্রা করে একই তারিখে সকাল ৯:৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের হনুলুলুতে অবতরণ করার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি ছাড়তে ৫ মিনিট দেরি হওয়ায় প্লেনটি ২০১৮ সালের ১ জানুয়ারি উড্ডয়ন করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকাল ১০:১৬ মিনিটে ল্যান্ড করে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্যাম সুইনি বিষয়টি খেয়াল করলে তিনি এ নিয়ে টুইটারে একটি পোস্ট দেন। তবে, সময়ের হিসাবে পেছনে ফিরে যাওয়া এটিই একমাত্র প্লেন নয়। অকল্যান্ড থকে ফ্রেঞ্চ পলিনেশিয়ার পাপেটিতে যাওয়ার একটি ফ্লাইটও একইভাবে এ বছর ১ জানুয়ারিতে যাত্রা করে আগের বছরের ডিসেম্বরের ৩১ তারিখে ফিরে গেছে। ফ্লাইট রাডার টোয়েন্টিফোর নামের একটি টুইটার এ্যাকাউন্ট বিভিন্ন দেশের মধ্যে বিমান চলাচল পর্যবেক্ষণ করে থাকে। তারা জানিয়েছে, ২০১৮ সালে তাইপেই থেকে ছেড়ে যাওয়া ছয়টি বিমান আমেরিকা ও কানাডায় পৌঁছে ২০১৭ সালে ফিরে যায়।-ফ্লাইট রাডার টোয়েন্টিফোর
×